Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চসিক নির্বাচন: নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ নাছিরের


২০ অক্টোবর ২০২০ ২১:৩০

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার তাগিদ দিয়েছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।

মঙ্গলবার (২০ অক্টোবর) নগরীর লালখান বাজার সাংগঠনিক ওয়ার্ডের তিনটি ইউনিট কমিটির পৃথক সভায় তিনি একথা বলেন।

আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনের তারিখ যেকোনো সময় ঘোষণা হতে পারে। নির্বাচনে মেয়র পদে আমাদের দলীয় প্রতীক নৌকার প্রার্থী যেন বিজয়ী হয়, সেজন্য তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সরকারের সাফল্য মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।’

লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের এ-ইউনিটের সভাপতি আবদুল কাদের, বি-ইউনিটের সভাপতি মোহাম্মদ কামাল উদ্দীন, সি-ইউনিটের সভাপতি শাহজাহান কোম্পানি পৃথক সভায় সভাপতিত্ব করেন। সভায় বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, উপদেষ্টা সফর আলী, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ ও চৌধুরী হাসান মাহমুদ হাসনী, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের, কার্যনির্বাহী সদস্য সাইফুদ্দীন খালেদ বাহার, নিছার উদ্দীন আহমেদ মঞ্জু, হাজী বেলাল আহমেদ, মোরশেদ আক্তার চৌধুরী।

আ জ ম নাছির উদ্দীন চসিক নির্বাচন তাগিদ নেতাকর্মীদের