Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কিশোর গ্যাং কাণ্ড: তরুণকে তুলে নিয়ে পিটিয়ে ভিডিও ধারণ


২০ অক্টোবর ২০২০ ২০:৫৬ | আপডেট: ২১ অক্টোবর ২০২০ ০৩:৫৮

চট্টগ্রাম ব্যুরো: অপরাধকর্মে রাজি না হওয়ায় এক তরুণকে তুলে নিয়ে বেধড়ক পিটিয়েছে তিন তরুণ। পুলিশ জানিয়েছে, দুজন মিলে মারধরের সময় আরেকজন মোবাইলে ভিডিও ধারণ করে। ঘটনা প্রকাশ করলে খুন করে লাশ গুমের হুমকি দেয় তারা। অভিযুক্ত তিন তরুণের দুজন আপন ভাই এবং এরা কিশোর গ্যাংয়ের সদস্য বলে জানিয়েছে পুলিশ।

তিনদিন আগের এই ঘটনায় অভিযুক্ত তিনজনের মধ্যে দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে রোববার (১৮ অক্টোবর) সকালে নগরীর কোতোয়ালী থানার জমিয়াতুল ফালাহ মসজিদ এলাকায়।

বিজ্ঞাপন

ঘটনার শিকার সাব্বির হোসেন (১৮) নগরীর কোতোয়ালী থানার ব্যাটারি গলির মো. আলমগীরের ছেলে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

অভিযুক্ত তিন তরুণ হলো- মো. রায়হান (২১) ও তার ভাই মো. রাহিম (১৯) এবং রায়হান প্রকাশ লাদেন (২১)। তাদের বাসাও ব্যাটারি গলিতে।

ওসি মহসীন সারাবাংলাকে বলেন, ‘তিনজনই সংঘবদ্ধ কিশোর-তরুণদের নেতা। এলাকায় আড্ডাবাজি, হিরোইজম, মোটরসাইকেল চালিয়ে ঘোরা, আধিপত্য বিস্তার, মাদক সেবন- এ ধরনের অপরাধের সঙ্গে তারা জড়িত। সাব্বিরের অভিযোগ- এলাকায় বসবাসের কারণে তাকেও দীর্ঘদিন ধরে তাদের দলে যোগ দেওয়ার জন্য চাপ দিচ্ছিল। রাজি না হওয়ায় রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে তাকে ব্যাটারি গলির বাসার সামনে থেকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায় রায়হান। পেছনে আরেকটি মোটরসাইকেল রাহিম ও লাদেন ছিল।’

‘সাব্বিরকে জমিয়াতুল ফালাহ মসজিদের দক্ষিণের গেইটের ভেতরে নিয়ে গিয়ে আধাঘণ্টারও বেশি সময় ধরে পেটায় রায়হান ও লাদেন। এর ভিডিওচিত্র ধারণ করে রাহিম। তার কাছ থেকে মোবাইল-টাকা কেড়ে নেওয়া হয়। ছেড়ে দেওয়ার সময় এ ঘটনা কাউকে জানালে খুন করে লাশ গুমের হুমকি দেওয়া হয়। ভয়ে সাব্বির ঘটনাটি কারও কাছে প্রকাশ করেনি’— বলেন ওসি মহসীন।

বিজ্ঞাপন

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান সারাবাংলাকে বলেন, ‘সোমবার রাতে লালখান বাজারে আমিন সেন্টারের সামনে সাব্বির দেখতে পায় রায়হানকে। তখন সে চিৎকার দিলে আশপাশের লোকজন জড়ো হয়ে রায়হানকে ধরে ফেলে। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তার তথ্যমতে আজ (মঙ্গলবার) সন্ধ্যার লালখান বাজার থেকে রায়হানের ছোট ভাই রাহিমকেও আমরা গ্রেফতার করি। যে মোটরসাইকেলে করে সাব্বিরকে তুলে নেওয়া হয়েছিল, সেটি রাহিমের কাছ থেকে উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় সাব্বির বাদী হয়ে মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসীন।

কিশোর গ্যাং চট্টগ্রাম টপ নিউজ তরুণ পিটিয়ে ভিডিও ধারণ

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর