২৮ অক্টোবর রোমে বিমানের বিশেষ ফ্লাইট
২০ অক্টোবর ২০২০ ১৮:৪৪ | আপডেট: ২০ অক্টোবর ২০২০ ২২:০৪
ঢাকা: আগামী ২৮ অক্টোবর ইতালির রোমের উদ্দেশ্যে একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ বিমান। প্রবাসী যাত্রীদের কথা মাথায় রেখে বিমান এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে বিমান।
মঙ্গলবার (২০ অক্টোবর) সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ বিমানের ডিজিএম তাহেরা খন্দকার।
তিনি জানান, ঢাকা থেকে ইতালির রোমে একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ফ্লাইটটি আগামী ২৮ অক্টোবর (বুধবার) ঢাকা ছেড়ে যাবে। বাংলাদেশে ইতালি দূতাবাসের অনুরোধের পরিপ্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা থেকে রোমে ফ্লাইট পরিচালনার জন্য রেজিস্ট্রেশন শুরু করেছে। যাত্রীদের টিকিট বুকিংয়ের জন্য বিমানের সেলস কাউন্টারে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
সম্প্রতিকালে ইতালি সরকার বাংলাদেশিদের সে দেশে প্রবেশে নিষেধাজ্ঞা শিথিল করেছে। আর সেই কারণে ইতালিতে প্রবাসী বাংলাদেশিরা আবার ফিরে যেতে পারছেন। আর সবকিছু বিবেচনা করে আকাশ যোগাযোগ ব্যবস্থা আবার স্বাভাবিক করতে কাজ করছে সিভিল অ্যাভিয়েশন।