Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে


২০ অক্টোবর ২০২০ ১৬:৩৩ | আপডেট: ২০ অক্টোবর ২০২০ ১৬:৩৪

ঢাকা: পুঁজিবাজারে টানা চতুর্থ দিনের মতো সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছে লেনদেন। মঙ্গলবার (২০ অক্টোবর) দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচকের পাশাপাশি বেড়েছে আর্থিক ও শেয়ার লেনদেন। একই অবস্থা অপর পুঁজিবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)। এদিন সিএসইর সার্বিক মূল্য সূচক ও লেনদেন উভয়েই আগের দিনের তুলনায় বেড়েছে।

এদিন মঙ্গলবার ডিএসইতে ৩৫৫টি প্রতিষ্ঠানের ৩২ কোটি ৪৪ লাখ ৩৯ হাজার ৬২ শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ১৬০টির, কমেছে ১৩৯টির এবং ৫৬টি শেয়ার ও ইউনিটের দাম অপরিবর্তিত থাকে।

বিজ্ঞাপন

দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯১৭ পয়েন্টে উন্নীত হয়। এদিন ডিএসইর শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৯৪ পয়েন্টে উঠে আসে। দিনশেষে ডিএসইতে ৯১৫ কোটি ৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। আগের দিন সোমবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৭৮৪ কোটি ১৪ লাখ টাকার শেয়ার।

অন্যদিকে, দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৬৮টি প্রতিষ্ঠানের ১ কোটি ১৪ লাখ ২৫ হাজার ৮৯৪টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব প্রতিষ্ঠানের শেষার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ১৩০টির, কমেছে ৯২টির এবং ৪৬টি শেয়ারের দাম অপরিবর্তিত থাকে। সিএসইর সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ৩২ পয়েন্ট কমে ১৪ হাজার ৬৩ পয়েন্টে উন্নীত হয়। দিনশেষে সিএসইতে ২১ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। আগের দিন সিএসইতে ১৯ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছিল।

বিজ্ঞাপন

পুুঁজিবাজার শেয়ার বাজার সূচক

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর