পলাতক আসামি ধরতে রিকশাচালকের বেশে পুলিশ
২০ অক্টোবর ২০২০ ১৬:০৪ | আপডেট: ২০ অক্টোবর ২০২০ ১৬:০৯
চট্টগ্রাম ব্যুরো: চার বছর পলাতক থাকার পর মাদক আইনে সাজা পাওয়া এক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে চট্টগ্রাম কোতোয়ালী থানা পুলিশ। এ বিষয়ে পুলিশ জানিয়েছে, খুবই ধূর্ত প্রকৃতির এই আসামিকে ধরতে থানার একটি টিমকে রিকশাচালক ও যাত্রীর বেশ নিতে হয়েছিল।
সোমবার (১৯ অক্টোবর) রাতে নগরীর পতেঙ্গা থানার কাটগড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।
গ্রেফতার আবু বক্কর ছিদ্দিক মামুন (৪০) নগরীর কোতোয়ালী থানার ঘাটফরহাদবেগ হাজী হাকিম আলী বাড়ির মৃত রফিকুল ইসলামের ছেলে।
ওসি মহসীন সারাবাংলাকে জানান, ২০১১ সালে দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে মামুন মাদকের ব্যবসায় জড়িয়ে পড়ে। ওই বছরের নভেম্বরে তিনি বাকলিয়া থানায় মাদকসহ গ্রেফতার হন। ২০১৭ সালের জানুয়ারি মাসে চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। একই রায়ে তাকে ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের সাজা দেওয়া হয়। রায় ঘোষণার আগ থেকেই মামুন পলাতক ছিল। তার বাসার ঠিকানা অনুযায়ী সাজা পরোয়ানা পাঠানো হয় কোতোয়ালী থানা এলাকায়ও।
ওসি বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে তাকে গ্রেফতারের চেষ্টা করছিলাম। কিন্তু সে এতই ধূর্ত যে, বারবার ঠিকানা বদল করে ফেলে অথবা বিভিন্ন কৌশলে পুলিশের চোখ ফাঁকি দিতে সক্ষম হয়। গত একবছর ধরে স্ত্রীকে নিয়ে পতেঙ্গায় বসবাস শুরু করে। তার স্ত্রী সিইপিজেডে একটি পোশাক কারখানায় চাকরি করে। পতেঙ্গায়ও কয়েকবার চেষ্টা করে আমরা তাকে গ্রেফতারে ব্যর্থ হই। সবশেষ আমরা কৌশল অবলম্বন করি। আমাদের তিনজন এএসআই রিকশাচালক ও যাত্রীর বেশে তার বাসার সামনে অবস্থান নেয়। মামুন বের হয়ে খালি রিকশা দেখে সেখানে উঠে পড়ে। তখন আশপাশে থাকা অন্য দু’জন এএসআই গিয়ে তাকে গ্রেফতার করে।’
সাজা পরোয়ানামূলে মামুনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি মহসীন।