Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কদমতলীতে তিন বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, আসামি পলাতক


২০ অক্টোবর ২০২০ ১৫:১৮

ঢাকা: রাজধানীর কদমতলীতে তিন বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে থানায় মামলা দায়ের করেছে শিশুটির পরিবার। এই ঘটনায় অভিযুক্ত কাজল (২০) পলাতক রয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১১টার দিকে শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

কদমতলী থানার উপ পরিদশর্ক (এসআই) মোঃ ইমরুল হাসান জানান, কদমতলী আলম মার্কেট এলাকায় থাকে শিশুটির পরিবার। তার বাবা দিনমজুর ও মা গৃহিণী। গতকাল বেলা আড়াইটার দিকে শিশুটির মা-বাবা কেউই বাসায় ছিলেন না। তখন প্রতিবেশী সিএনজিচালিত অটোরিকশা চালক কাজল শিশুটিকে যৌন নিপীড়ন করে। পরে আশপাশের লোকজন বিষয়টি বুঝতে পেরে কাজলকে ধরে ফেলে ও মারধর করে। এক পর্যায়ে কাজল কৌশলে সেখান থেকে পালিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।

এসআই আরো জানান, সন্ধ্যার দিকে এলাকাবাসী থানায় জানালে রাত ৮টার দিকে শিশুসহ তার পরিবারকে থানায় নিয়ে আসা হয়। এরপর শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলার একমাত্র আসামি কাজল ঘটনার পর থেকে পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেলের ওসিসিতে ভর্তি করা হয়েছে।

কদমতলী যৌন নিপীড়ন শিশু ধর্ষণ

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর