‘আলুশূন্য’ সিরাজগঞ্জ
২০ অক্টোবর ২০২০ ১৩:২৫ | আপডেট: ২০ অক্টোবর ২০২০ ১৬:০৬
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের আড়ৎ ও খুচড়া বাজারগুলোতে পাওয়া যাচ্ছে না নিত্যপ্রয়োজনীয় সবজি আলু। এতে বিপাকে পড়েছে ক্রেতারা। আড়ৎদাররা বলছেন আমদানি নেই। তবে খুচরা বিক্রেতারা জানিয়েছেন সরকারি নির্দেশে আলুর মূল্য ৩০ টাকা নির্ধারণ করে দেওয়ার পর থেকেই সিরাজগঞ্জের বাজারগুলো আলুশূন্য হয়ে পড়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে শহরের গোলাশা রোড়ে আড়ত, বড় বাজার, স্টেশন বাজার, কালিবাড়ী বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে এসব তথ্য পাওয়া গেছে।
বড় বাজারের খুচরা সবজি বিক্রিতা ইদ্রিস আলী বলেন, ‘সরকারি ঘোষণা মোতাবেক আলুর মূল্য নির্ধারণ করা হয় ৩০ টাকা। কিন্তু আড়ৎ থেকে কিনে বাজার পর্যন্ত আসতে খরচ হয় ৩৮ টাকা। তাহলে কিভাবে এই আলু ৩০টাকায় বিক্রি করবো? আবার বেশি দামে আলু বিক্রি করলে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করছে।’
বাজারের সবজি ক্রেতা দুলাল উদ্দিন ও নুর হোসেন, আলাউদ্দিনসহ অনেকেই বলেন, ‘আলু একটি জনপ্রিয় সবজি, যা সব তরকারিতেই মানানসই। কিন্তু সিন্ডিকেটের কারণে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। কিছু কিছু অসাধু ব্যবসায়ীদের কারণে আলু পাওয়া যাচ্ছে না।’
গোলাশা রোড়ের মেসার্স তন্ময় এন্টার প্রাইজের মালিক শরিফুল ইসলাম জানান, সরকারি ঘোষণা মোতাবেক আলুর মূল্য নির্ধারণ করা হয় ৩০ টাকা। পর্যাপ্ত পরিমানে আলু কোল্ড স্টোরে রয়েছে। কিন্তু আলুর মূল্য সরকার নির্ধারণ করায় কমদামে কোল্ড স্টোরের মালিকরা আলু বাজারজাত করছেন না। এজন্য মোকাম থেকে আমরা আলু সংগ্রহ করতে পারছি না। ফলে আলু বাজারে নেই।’
সিরাজগঞ্জ জেলা প্রশাসক (অতিরিক্ত) মো. তোফাজ্জল হোসেন জানান, ইতিমধ্যেই আলু ব্যবসায়ীরা জেলা প্রশাসক বরাবর মৌখিকভাবে অবগত করেছেন যে, আলু বেশি দামে কিনে কম দামে বিক্রি করা তাদের পক্ষে সম্ভব না। বিষয়টি নিয়ে যৌক্তিক সমাধানে যাওয়ার চেষ্টা করা হচ্ছে।