রাখাইন থেকে এনএলডি’র ৩ প্রার্থীকে অপহরণ
২০ অক্টোবর ২০২০ ১৩:০৩ | আপডেট: ২০ অক্টোবর ২০২০ ১৩:০৪
নভেম্বরে অনুষ্ঠেয় মিয়ানমারের জাতীয় নির্বাচনে অং সান সু চি’র নেতৃত্বাধীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) তিন প্রার্থীকে পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্য থেকে অপহরণ করা হয়েছে। খবর আল জাজিরা।
এদিকে, ওই অপহরণের দায় স্বীকার করে নিয়েছে মিয়ানমারের সশস্ত্র জঙ্গি গোষ্ঠী আরাকান আর্মি (এএ)।
এ ব্যাপারে আরাকান আর্মির পক্ষ থেকে বলা হয়েছে, ছাত্র বিক্ষোভের সময় আটককৃতদের মুক্তি দিলেই কেবলমাত্র ওই তিন প্রার্থীকে ছেড়ে দেওয়া হবে।
জানা গেছে, নির্বাচনি প্রচারণা চালানোর সময় মিন অং, নি নি মে মিন্ট এবং চিট চিট চ নামের তিন প্রার্থীকে গত সপ্তাহে অপহরণ করা হয়। অপহরণের বিষয়ে অনলাইনের প্রকাশিত একটি বিবৃতিতে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির পক্ষ থেকে বলা হয়, পরিস্থিতি অনুযায়ী তিন প্রার্থীকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত আটক রাখা হবে।
প্রসঙ্গত, নৃতাত্ত্বিক রাখাইন জনগোষ্ঠীর অধিকারের দাবিতে মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে সশস্ত্র লড়াই চালিয়ে আসছে আরাকান আর্মি। গত বছর থেকে অঞ্চলটিতে এই লড়াই তীব্র হয়েছে। আরাকান আর্মির অভিযোগ, এনএলডি সরকারের সেনাবাহিনী বেসামরিকদের ওপর সহিংসতা চালাচ্ছে।
অং সান সু চি আরাকান আর্মি টপ নিউজ ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) মিয়ানমার রাখাইন