Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তৃতীয় গ্রেডে উন্নীত হচ্ছেন সরকারি কলেজের অধ্যক্ষ-উপাধ্যক্ষ


২০ অক্টোবর ২০২০ ১১:০৭

ঢাকা: প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পর এবার দেশের সরকারি কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের পদের গ্রেড উন্নীত হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে কর্মরত অধ্যাপকদের চতুর্থ গ্রেড থেকে তৃতীয় গ্রেডে উন্নীত করা হবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) সূত্রে জানা গেছে, অনার্স ও মাস্টার্স পর্যায়ের এমন ৯৮টি সরকারি কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে এই গ্রেড উন্নীত করা হচ্ছে। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের অধ্যাপক পদে কর্মরত এসব কর্মকর্তা বর্তমানে জাতীয় বেতন স্কেলের চতুর্থ গ্রেডভুক্ত। তাদের তৃতীয় গ্রেডে উন্নীত করতে মাউশির কাছে প্রস্তাব চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত বছর অর্থাৎ ২০১৯ সালের মার্চ মাসে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের চতুর্থ গ্রেডে থাকা অধ্যাপক পদমর্যাদার সরকারি কলেজের ২৭২টি অধ্যক্ষ আর ১৫৭টি উপাধ্যক্ষ পদ তৃতীয় গ্রেডে উন্নীত করার প্রস্তাব করেছিলো শিক্ষা মন্ত্রণালয়। একইসঙ্গে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিফতরের ছয়টি পরিচালক পদ এবং নির্বাচিত ৯টি কলেজের অধ্যক্ষ পদসহ শিক্ষা ক্যাডারের ১৫টি পদ দ্বিতীয় গ্রেডে উন্নীত করার প্রস্তাব করা হয়েছিল।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অনার্স-মাস্টার্স পর্যায়ের ৯৮টি সরকারি কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদ তৃতীয় গ্রেডে উন্নীত করার প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। কিন্তু অর্থ মন্ত্রণালয় খসড়া নিয়োগবিধিসহ পুনরায় প্রস্তাবটি শিক্ষা মন্ত্রণালয়ের কাছে চেয়েছে। এর পরিপ্রেক্ষিতে গত ১৮ অক্টোবর মাউশি মহাপরিচালককে এ নির্দেশ দিয়ে চিঠি পাঠানো হয়।

বিজ্ঞাপন

অধ্যক্ষ অধ্যক্ষ ও উপাধ্যক্ষ টপ নিউজ শিক্ষা মন্ত্রণালয় সরকারি কলেজ

বিজ্ঞাপন

ফর্মে ফিরেও বাবরের আক্ষেপ
৬ জানুয়ারি ২০২৫ ১২:২১

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর