এফএমসি ডকইয়ার্ডকে লাখ টাকা জরিমানা
১৯ অক্টোবর ২০২০ ২২:৪৬
চট্টগ্রাম ব্যুরো: পরিবেশ ছাড়পত্রের নবায়ন না করায় জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এফএমসি ডকইয়ার্ড লিমিটেডকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন এ আদেশ দিয়েছেন।
মোয়াজ্জম সারাবাংলাকে বলেন, ‘এফএমসি ডকইয়ার্ডের পরিবেশ ছাড়পত্রের মেয়াদ শেষ হলেও সেটি নবায়ন করা হয়নি। আজ (সোমবার) এ সংক্রান্ত শুনানি শেষে তাদের ১ লাখ টাকা জরিমানা দেওয়ার আদেশ দেওয়া হয়েছে।’
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় কর্ণফুলী নদীর গড়ে ওঠা এফএমসি ডকইয়ার্ড এফএমসি গ্রুপের একটি প্রতিষ্ঠান।
একইদিন শুনানি শেষে চট্টগ্রামের সীতাকুণ্ডের এস এল শিপব্রেকিং ইয়ার্ডকে ছাড়পত্রের শর্তভঙ্গ করায় ১০ হাজার টাকা এবং সাতকানিয়ায় মেসার্স হোসাইন ডেইরি ফার্মকে পরিবেশ দূষণের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ অধিদফতরের এই কর্মকর্তা।