Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জনগণের ইচ্ছায় আইন প্রণয়ন হয়েছে: আইনমন্ত্রী


১৯ অক্টোবর ২০২০ ২১:৫৭

চট্টগ্রাম ব্যুরো: আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার। শেখ হাসিনার আমলে এমন কোনো আইন প্রণয়ন করা হয়নি, যে আইন জনগনের স্বার্থের পরিপন্থী। জনগণের ইচ্ছার প্রতিফলন হয়, প্রধানমন্ত্রী সবসময়ই এমন আইনের পক্ষে। বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুন্ন হওয়ার মতো কোনো আইন শেখ হাসিনার আমলে হবে না। এ পর্যন্ত প্রণীত সকল আইনেই জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেছে।’

বিজ্ঞাপন

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির একাউন্টিং, বিলিং ও ম্যানেজমেন্ট সফটওয়্যারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে মন্ত্রী ঢাকায় নিজ দফতর থেকে ভার্চুয়ালি সংযুক্ত হন। একইভাবে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনও।

একই অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল আইনজীবীদের প্রগতি ও প্রযুক্তির মানসিকতা ধারণের আহ্বান জানান। তিনি বলেন, ‘পেশাগত উৎকর্ষতা অর্জন করতে না পারলে এবং যুগের সঙ্গে তাল মেলাতে না পারলে বিচারপ্রার্থীকে পরিপূর্ণ সেবা দেওয়া যাবে না। তখন যদি বিচারপ্রার্থী ‘ডাক্তারের বদলে কম্পাউন্ডারের’ কাছে যায়, ঠেকাতে পারবেন না।’

প্রাতিষ্ঠানিক দুর্নীতি বন্ধে রাজনৈতিক ঐক্যমতের তাগিদ দিয়ে তিনি বলেন, ‘আমাদের দেশে দুর্নীতি, অস্বচ্ছতা, অনিয়ম এখনো আছে, এটা অস্বীকার করা যাবে না। শুধু রাজনৈতিক বিরোধিতা-সমালোচনা দিয়ে এসব সমস্যার সমাধান হবে না। আমরা যারা রাজনীতি করি, কথায় কথায় একে অপরের সমালোচনা করি। কিন্তু প্রাতিষ্ঠানিক দুর্নীতি বন্ধের কথা আমরা বলি না। এই জায়গায় রাজনৈতিক বিরোধ বাদ দিয়ে ঐক্যমত্যে আসতে হবে। এই ঐক্যমত্য তৈরির ভূমিকাটা নিতে পারেন আইনজীবীরা।’

চট্টগ্রামে জরুরি ভিত্তিতে হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপনের জন্য আইনমন্ত্রীকে অনুরোধ করেন উপমন্ত্রী নওফেল।

অনুষ্ঠানে আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ মোক্তার হোসেন সভাপতিত্ব করেন। এসময় চট্টগ্রামের জেলা ও দায়রা জজ মো. ইসমাইল হোসেন, মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ এইচ এম জিয়া উদ্দিন বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে জানানো হয়, নতুন চালু সফটওয়্যারের মাধ্যমে এখন থেকে আইনজীবীদের চেম্বার ভাড়া, বিদ্যুৎ বিল পরিশোধ, শিক্ষানবিশ আইনজীবীদের নিবন্ধন, লাইব্রেরি থেকে বারকোড স্টিকারের মাধ্যমে বই প্রদানসহ সকল কাজ হবে।

আইনমন্ত্রী জনগণ নওফেল

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর