Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাটের আওলাই ইউপি চেয়ারম্যানসহ ৭ জুয়াড়ি আটক


১৯ অক্টোবর ২০২০ ২২:০১

জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ছাতিনালী বাজার এলাকা থেকে জুয়া খেলার সময় আওলাই ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাকসহ সাত জুয়াড়িকে আটক করেছে পুলিশ। সোমবার (১৯ অক্টোবর) সকালে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন- উপজেলার আওলাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, ছাতিনালী গ্রামের আমিরুল ইসলাম (৫০), জুয়েল মন্ডল (৩৪), পানিয়াল গ্রামের এফ এম রেজুয়ান নবী (৪৩), ঝিনাইল গ্রামের মিজানুর রহমান (৩০), মাহাতাব শেখ (৪০) মিলন মিয়া (৩৪)।

বিজ্ঞাপন

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, দীর্ঘদিন ধরে চেয়ারম্যান তার নিজস্ব গদিঘরে জুয়ার আসর বসিয়ে জুয়া খেলে আসছিল। রোববার গভীর রাতে ছাতিনালী বাজারে জুয়া খেলা হচ্ছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় সেখান থেকে ৫হাজার ৫শ টাকা জুয়ার সরঞ্জাম জব্দ করা হয়।

জয়পুরহাট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর