নোঙর ছিঁড়ে ভারতীয় জাহাজ আছড়ে পড়লো জরিপ জাহাজের ওপর
১৯ অক্টোবর ২০২০ ২১:৩৯ | আপডেট: ১৯ অক্টোবর ২০২০ ২৩:৫৪
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বন্দরে ভারতীয় একটি অয়েল ট্যাংকার নোঙর ছিঁড়ে একটি জরিপ জাহাজের ওপর আছড়ে পড়েছে। তবে এতে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন বন্দরের কর্মকর্তারা।
সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যায় রিভারমুরিং-১০ জেটিতে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক।
সচিব সারাবাংলাকে জানান, ১২ হাজার মেট্রিক টন সয়াবিন তেলবোঝাই ভারতীয় জাহাজ এমটি মালহারি রিভারমুরিং-১০ জেটিতে নোঙর করা ছিল। পাশের জেটিতে ছিল জরিপ জাহাজ মীরসন্ধানী।
সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে আকস্মিকভাবে ভারতীয় জাহাজটির নোঙরের রশি ছিঁড়ে যায়। এসময় ওই জাহাজটি জরিপ জাহাজ মীরসন্ধানীর ওপর গিয়ে আছড়ে পড়ে। এরপর থেকে জাহাজ দু’টি একটি আরেকটির সঙ্গে লেগে আছে। খবর পেয়ে বন্দরের ১১ ও ১২ নম্বর দু’টি টাগবোট ঘটনাস্থলে পৌঁছেছে।
সচিব ওমর ফারুক বলেন, ‘আমার দু’টি টাগবোট ঘটনার পরপরই সেখানে পৌঁছেছে। জোয়ার এলে টাগবোট দিয়ে টেনে জাহাজ দু’টি আলাদা করা হবে। জরিপ জাহাজটি সামান্য ক্ষতিগ্রস্ত হলেও বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’
চট্টগ্রাম বন্দরে জাহাজ চলাচলেও কোনো সমস্যা হয়নি বলে জানিয়েছেন সচিব।
ফাইল ছবি