Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ইভিএমে ভুয়া ফল তৈরি করে আ.লীগ প্রার্থীকে বিজয়ী করেছে ইসি’


১৯ অক্টোবর ২০২০ ২১:২১ | আপডেট: ১৯ অক্টোবর ২০২০ ২১:৪১

চট্টগ্রাম ব্যুরো: ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপনির্বাচন বাতিল করে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন। তিনি অভিযোগ করে বলেন, নির্বাচন কমিশন (ইসি) ইভিএম দিয়ে ভুয়া ফলাফল তৈরি করে আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করছে।

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে নগরীর নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে উপনির্বাচন বাতিলের দাবিতে আয়োজিত সমাবেশে শাহাদাত এসব কথা বলেছেন।

বিজ্ঞাপন

চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী শাহাদাত বলেন, ‘একাদশ সংসদ নির্বাচনের মতো দুই আসনের উপনির্বাচনেও সরকারি দলের সন্ত্রাসীরা ত্রাস সৃষ্টি করেছে। তাদের সহায়তা দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নির্বাচনী প্রচারণার প্রথমদিন থেকে আওয়ামী সন্ত্রাসীদের হয়রানির শিকার হয়েছেন বিএনপির প্রার্থী ও নেতাকর্মীরা। ভোটের দিন সন্ত্রাসীরা বিএনপির এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়ে জাল ভোট দিয়েছে। এক কথায় তারা প্রশাসনের সহায়তায় ভোট ডাকাতি করেছে।’

‘অন্যদিকে নির্বাচন কমিশন ইভিএম দিয়ে ভুয়া ফলাফল তৈরি করে আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করেছে। কারণ আওয়ামীলীগ কখনও সুষ্ঠু নির্বাচনে বিশ্বাস করে না। আমরা অনিয়মের এই নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছি এবং তা বাতিল করে পুনরায় নির্বাচনের দাবি জানাচ্ছি’— বলেন শাহাদাত।

নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, ‘কেন্দ্রে কেন্দ্রে ভোট ডাকাতি করে ক্ষমতাসীনরা নির্বাচনের ফল নিজেদের পক্ষে নিয়েছে। নির্বাচন কমিশনের সমর্থনে সরকার আমাদের বিজয় ছিনিয়ে নিয়েছে। নির্বাচনের নামে একটি তামাশা হয়েছে। ভোট চুরির নতুন কৌশল আবিষ্কার করে তা প্রয়োগ করেছে। সরকারের অনুগত নির্বাচন কমিশন ভোট চুরিতে সহায়তা করেছে। এ নির্বাচনের ফল ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।’

বিজ্ঞাপন

নগর বিএনপির যুগ্ম সম্পাদক ইয়াসিন চৌধুরী লিটনের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন সহ-সভাপতি মো. মিয়া ভোলা, শামছুল আলম, আবদুস সাত্তার, এস কে খোদা তোতন, জয়নাল আবেদিন জিয়া, নাজিমুর রহমান, হারুন জামান ও এস এম আবুল ফয়েজ, সিনিয়র যুগ্ম সম্পাদক এস এম সাইফুল আলম, যুগ্ম সম্পাদক আবদুল হালিম, শাহ আলম, এসকান্দর মির্জা, আবদুল মান্নান, জাহাঙ্গির আলম দুলাল, আবুল হাসেম ও আনোয়ার হোসেন লিপু, সাংগঠনিক সম্পাদক মনজুর আলম চৌধুরী মনজু, কামরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক জি এম আইয়ুব খান, শামছুল আলম, খোরশেদ আলম, সম্পাদকমণ্ডলীর সদস্য মো. ইদ্রিস আলী প্রমুখ।

আওয়ামী লীগ ইভিএম ইসি বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর