Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শিগগিরই ভূটানের সঙ্গে অগ্রাধিকারমূলক বাণিজ্যচুক্তি’


১৯ অক্টোবর ২০২০ ১৯:৩০

ঢাকা: শিগগিরইর ভূটানের সঙ্গে বাংলাদেশের অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত (Preferential Trade agreement) হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (১৯ অক্টোবর) এক বার্তায় এই তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে ভূটানের নবনিযুক্ত রাষ্ট্রদূত রিনচেন কুয়েন্টসিলের সাক্ষাৎকালে এ বিষয়ে আলোচনা হয়। এসময় দুদেশের মধ্যে বাণিজ্য বাড়ানোর বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

বিজ্ঞাপন

এছাড়া দুদেশের মধ্যে শিক্ষা, স্বাস্থ্য ও তথ্যপ্রযুক্তি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনায় স্থান পায়।

সবজি প্রক্রিয়াকরণ প্লান্ট স্থাপনে ভূটানের কারিগরি সহযোগিতার বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভূটানের রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করলে তিনি এ বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

ভূটান কর্তৃক বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদানের ৫০ বছর পূর্তি উপলক্ষে দুদেশের যৌথ অনুষ্ঠানের আয়োজনের বিষয়েও এ সময় আলোচনা হয়।

টপ নিউজ বাণিজ্যচুক্তি ভূটান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর