Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহাখালীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু


১৯ অক্টোবর ২০২০ ১৮:৩৯

ঢাকা: রাজধানীর মহাখালী এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে নুর আলম (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) বেলা আড়াইটার দিকে মহাখালী ডিওএইচএস কালাশাহ মাজার এলাকায় ঘটনাটি ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল চারটার দিকে মারা যায়।

নিহত নুর আলমের বাড়ি কুড়িগ্রাম সদরের চেয়ারম্যান বাড়ি এলাকায়। বাবার নাম আব্দুল কাদের।

নিহত নুর আলমের সহকর্মী সৈয়দ আলী জানায়, তারা মহাখালী কালাশাহ মাজার সংলগ্ন নির্মাণাধীন ১৪ তলা ভবনে কাজ করছিল। দুপুরে ভবনের সাততলায় নিচ থেকে মেশিনের সাহায্যে ইট উঠাচ্ছিল তারা। নুরআলম সাততলা থেকে মেশিনটি ধরে ইট নামানোর সময় নিচে পরে গুরুতর আহত হয়। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তারা ওই নির্মাণাধীন ভবনেই থাকতো।

ঢামেক হাসপাতালর পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে।

নির্মাণাধীন ভবন শ্রমিকের মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর