চবি অফিসার সমিতির কর্মবিরতি স্থগিত
১৯ অক্টোবর ২০২০ ১৭:৪৮ | আপডেট: ১৯ অক্টোবর ২০২০ ১৮:০২
চট্টগ্রাম ব্যুরো: তিন দফা দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের গ্রহণযোগ্য সমাধানের আশ্বাসে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি স্থগিত করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অফিসার সমিতি।
সোমবার (১৯ অক্টোবর) দুপুর ১২টা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির কার্যকরী পরিষদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অফিসার সমিতি সাধারণ সম্পাদক হামিদ হাসান নোমানী সারাবাংলাকে এর সত্যটা নিশ্চিত করেন।
সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। এছাড়া বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান ও প্রক্টর অধ্যাপক ড. রবিউল হাসান ভূইঁয়া উপস্থিত ছিলেন।
তিন দফা দাবির মধ্যে আছে, জাতির পিতা বঙ্গবন্ধুর হাতে গড়া ১৯৭৩ সালের অধ্যাদেশ বলে প্রতিষ্ঠিত ঢাকা, রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো সহকারী রেজিস্ট্রার-সমমানের পদে ষষ্ঠ গ্রেড এবং ডেপুটি রেজিস্ট্রার-সমমানের পদে চতুর্থ গ্রেড নির্ধারণের মাধ্যমে গ্রেডের সমতা আনয়নের ব্যবস্থা গ্রহণ। প্রশাসক পদ বাতিলসহ অফিসারদের সকল পদ হতে শিক্ষকদের প্রত্যাহার এবং বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ না হওয়া পর্যন্ত কাজের সঙ্গে সংশ্লিষ্ট সিনিয়র অফিসারদের পদায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। বিশ্ববিদ্যালয়ে অফিসারদের “ডিউ ডেইট” সমস্যা নিরসন করতে পূর্বের ন্যায় চালুর ব্যবস্থা গ্রহণ।
অফিসার সমিতি সাধারণ সম্পাদক হামিদ হাসান নোমানী সারাবাংলাকে বলেন, আমরা আজ বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনায় বসেছি। সভায় গ্রহণযোগ্য সমাধানের আশ্বাসে মঙ্গলবার থেকে কর্মবিরতি এবং উক্ত সময়ে সমিতি কার্যালয়ে লাগাতার অবস্থান কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য আপাতত স্থগিত করেছি। আগামীকাল সকাল থেকে কর্মকর্তাদেরকে কাজে যোগদান করার জন্য বলা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহযোগিতা করার জন্য বিনীত অনুরোধ করছি।
এর আগে, সোমবার (১২ অক্টোবর) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত কলম বিরতি পালন করেন তারা। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে। রোববার (১১ অক্টোবর) কলম বিরতি পালন করা হয়।
গত ৮ অক্টোবর তিন দফা দাবিতে রোববার (১১ অক্টোবর) থেকে মঙ্গলবার (১৩ অক্টোবর) পর্যন্ত দুই ঘণ্টা করে কলম বিরতিসহ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত কর্মবিরতি এবং সমিতির কার্যালয়ে অবস্থান ও রোববার (১৮ অক্টোবর) পূর্ণদিবস কর্মবিরতি কর্মসূচি ঘোষণা করে চবি অফিসার সমিতি।