Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়ার সাজা সাময়িক স্থগিত হলেও তিনি ‘মুক্ত নন’: ফখরুল


১৮ অক্টোবর ২০২০ ১৮:৪৯ | আপডেট: ১৮ অক্টোবর ২০২০ ২০:৪১

ফাইল ছবি

ঢাকা: দুর্নীতির মামলায় সরকারের নির্বাহী আদেশে খালেদা জিয়ার সাজা সাময়িক স্থগিত হলেও ‘তিনি মুক্ত নন’ বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘তিনি (খালেদা জিয়া) মুক্ত নন। শি ইজ নট ফ্রি। এই যে বলা হচ্ছে যে, উনার সাজা স্থগিত করা হয়েছে। সাজা স্থগিত হলে তার ওপর তো কোনো বিধি-নিষেধ থাকার কথা না।’

‘ডিফারেন্সটা হচ্ছে যে, শুধু মাত্র হাসপাতাল থেকে তাকে তার বাসায় নিয়ে আসা হয়েছে। ওখানে তিনি পারিবারিক পরিবেশের মধ্যে আছেন। যেটাকে সোজা কথায় বললে বলা যায়-এটা হচ্ছে যে, গৃহে অন্তরীণ করা।’

‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো নয়’- দলের যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকনের এই বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা প্রথম থেকেই বলছি যে, ম্যাডাম অসুস্থ। আমরা যেটা চেয়েছিলাম, তার একটা অ্যাডভান্সড ট্রিটমেন্ট। কারণ এখানে ডাক্তার যারা আছেন তারা বলছেন যে, তার ভালো ট্রিটমেন্ট দরকার। সেজন্য অ্যাডভান্স ট্রিটমেন্টের জন্য অ্যাডভান্সড সেন্টার দরকার। সেটা তো আমাদের এখানে নেই।’

‘এমনকি এই ডিজিজের জন্য যে অ্যাডভান্স ট্রিটমেন্টগুলো, সেগুলো আসলে বাংলাদেশে নেই। ট্রিটমেন্টে আছে হয়তো কিন্তু সেই ট্রিটমেন্টের জন্য আনুসাঙ্গিক যে ব্যাপারগুলো আছে-রক্ত পরীক্ষা, অন্যান্য পরীক্ষা, একটা থ্যারাপি দেওয়ার পরে তার ফলোআপ করার যে সমস্ত বিষয়গুলো সেগুলো এখানে পরিপূর্ণভাবে নেই। আমাদের যুগ্ম মহাসচিব সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক যেটা বলেছেন- কথাটা তো সত্যি বলেছেন। শি ইজ রিয়েলি সিক। ম্যাডাম বলেননি এই কথাটা। হি থিংকস অ্যান্ড উই অলসো থিংক শি নিডস বেটার ট্রিটমেন্ট।’

বিজ্ঞাপন

এ বছরের ২৫ মার্চ সরকার প্রথম দফা ছয় মাস এবং দ্বিতীয় দফায় আরও ছয় মাস খালেদা জিয়ার সাজা স্থগিত করে। ওই আদেশে পর থেকে মুক্তি হয়ে খালেদা জিয়া গুলশানের বাসা ‘ফিরোজায়’ আছেন। সেখানে ব্যক্তিগত চিকিতসকদের একটি টিম তত্ত্বাবধায়নে তার চিকিতসা চলছে। খালেদা জিয়া ডায়াবেটিক, হাতে-পায়ে আর্থারাইটিসসহ চোখের সমস্যা ভোগছেন।

খালেদা জিয়া বাসায় থাকলেও তার সাথে দলের নেতা-কর্মীসহ কেউই সাক্ষাতের কোনো সুযোগ পাচেছ না। শুধুমাত্র তার ভাই-বোনসহ নিকট আত্বীয় কয়েকজন।

কারামুক্ত খালেদা জিয়া ফখরুল

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর