আড়াইহাজারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন
১৮ অক্টোবর ২০২০ ১৭:২৯ | আপডেট: ১৯ অক্টোবর ২০২০ ১৪:১২
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে যমুনা ব্যাংক লিমিটেডের উপশাখার উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার বান্টি বাজার এলাকায় হাজী আব্দুস সালাম টাওয়ারে যমুনা ব্যাংক লিমিটেডের উপশাখাটি উদ্বোধন করেন গাজী গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা।
গাজী গোলাম মর্তুজা পাপ্পা বলেন, নারায়ণগঞ্জের কোন এমপি করোনাকালে বসে থাকেনি। সবাই মানুষের পাশে দাঁড়িয়েছে। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী সাহেব বাংলাদেশে প্রথম বেসরকারী করোনা ল্যাব রূপগঞ্জে স্থাপন করেছে। প্রথমদিকে নারায়ণগঞ্জ এবং রূপগঞ্জ ছিল করোনার হটজোন। আমাদের ল্যাব স্থাপনের জন্য বিভিন্ন জায়গায় দৌঁড়াতে হয়েছে। আমরা চাইলে ঢাকার বিভিন্ন জায়গার মতো কমার্শিয়াল ল্যাব করতে পারতাম। যেখানে মানুষের কাছ থেকে টাকা উর্পাজন করা যেত। আমাদের (গাজী পিসিআর টেস্ট ল্যাব) ল্যাবের মাধ্যমে ২৬ হাজার নারায়ণগঞ্জবাসীর বিনামূল্যে করোনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে আড়াইহাজারের ৫ হাজার রয়েছে। আমরা ২৪ ঘন্টার মধ্যে ফলাফল জানাতে পেরেছি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাদের জন্য করোনার শুরু থেকে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। বিশ্বের বড় বড় দেশে লাশের মিছিল ছিলো, আমাদের দেশের অবস্থা তেমন হয়নি।
যমুনা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সোহাগ হোসেন, রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল, আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের যুগ্নসাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন, উপজেলা মহিলালীগের সাধারণ সম্পাদক শিলা রানী পাল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাহাবুবুর রহমান মেহের, সাধারণ সম্পাদক নাঈম ভুঁইয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আলম সিকদার, সাধারণ সম্পাদক শেখ ফরিদ মাসুম, উপজেলা যুবমহিলা লীগের সভাপতি ফেরদৌসী আক্তার রিয়া, সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতাসহ অনেকে।