Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজয় দিবসে হাসিনা-মোদী বৈঠক: মার্চে ঢাকা সফরে আসতে পারেন মোদি


১৮ অক্টোবর ২০২০ ১৬:৫৮

ঢাকা: আগামী ১৬ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভার্চুয়াল বৈঠকের প্রস্তুতি নেওয়া হয়েছে। এছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী বছরের ১৭ মার্চ বা ২৬ মার্চ বাংলাদেশে আসতে পারেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

রবিবার (১৮ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের এই তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

বিজ্ঞাপন

এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাকায় সদ্য নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী সাক্ষাৎ করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী বছরের ১৭ মার্চ বা ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি আসতে পারেন।’

পররাষ্ট্রমন্ত্রী আরও বরেন, ‘এছাড়া আগামী ১৬ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভার্চুয়াল বৈঠকের প্রস্তুতি নেওয়া হয়েছে।

এর আগে, গত ২৮ সেপ্টেম্বর পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমের কয়েকজন কর্মীকে বলেন, ‘আমরা এর মধ্যে আর নতুন কোনো চুক্তির দিকে যাচ্ছি না। কেননা কিছুদিন পার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে আসবেন। না, আসবেন না, ভার্চুয়ালি একটি মিটিং হবে আগামী ডিসেম্বরের বিজয় দিবসের দিন। তখন দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে চুক্তি হলে ভালো হবে। এর মধ্যে কোভিড চলে গেলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফর করবেন।’

বিজ্ঞাপন

প্রসঙ্গত, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত ‍মুজিববর্ষ ঘোষণা করেছে সরকার। গত ১৭ মার্চ ‍মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠানের আগে দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান পুনর্বিন্যাস করা হয়।

‍মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। কিন্তু করোনা সংক্রমণের কারণে পরিস্থিতি অস্বাভাবিক হওয়াতে ‍মুজিববর্ষের অনুষ্ঠান পুনর্বিন্যাস করা হয়। আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে ‍মুজিববর্ষের অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়ালি যোগ দিবেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার বৈঠকও হবে। তবে এর মধ্যে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ঢাকা সফর করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

টপ নিউজ পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন ভারত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী মোদি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর