Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীর বউবাজারে গৃহবধুর মৃতদেহ উদ্ধার


১৮ অক্টোবর ২০২০ ১৩:২৫

ঢাকা: রাজধানীর হাজারীবাগ বউবাজার এলাকার একটি বাসা থেকে সীমা খাতুন (৩০) নামে এক গৃহবধুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে মৃতদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

হাজারীবাগ থানার উপপরিদশর্ক (এসআই) মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে রাতে হাজারীবাগ বউবাজার রানা বেকারী গলির দুইতলা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। এ সময় তার নাক দিয়ে হালকা রক্ত ও মুখে ফ্যানা দেখা গেছে। বুক পেট ও পিঠে রচামড়ায় ছোপ ছোপ রক্ত জমাট বাধা, দুই হাতের আঙুলে ও নখে কালচে দাগ আছে।

বিজ্ঞাপন

এসআই আরো জানান, প্রতিবেশীর কাছ থেকে জানতে পেরেছি এক ছেলে, দুই মেয়ে ও স্বামী নিয়ে ১৫দিন আগে ওই বাসায় উঠেছিলেন ওই নারী। তার স্বামী রিকশাচালক। ঘটনার পর থেকে তার স্বামী ও সন্তানকে ওই বাসায় পাওয়া যায়নি। বাসায় কোনো মালামালও পাওয়া যায়নি। তার স্বামীর নাম বাশিউর রহমান বলে জানা গেছে।

এসআই বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বামী তাকে শ্বাসরোধে হত্যা করে সন্তান নিয়ে পালিয়ে গেছে। তবে ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

গৃহবধু বউ বাজার মৃতদেহ

বিজ্ঞাপন

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর