Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সীমান্তে বাংলাদেশি যুবককে হত্যার পর বিজিবিকে ছবি পাঠালো বিএসএফ


১৮ অক্টোবর ২০২০ ১১:৩৬ | আপডেট: ১৮ অক্টোবর ২০২০ ১৬:৪০

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তে ভারতের অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশের দায়ে বিএসএফের ছোড়া গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত যুবক ওমিদুল (১৯) উপজেলার ঠাকুরপুর গ্রামের শফিকুল ইসলাম শহীদের ছেলে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান পিএসসি জানান, রোববার (১৮ অক্টোবর) ভোরের দিকে বিজিবির একটি টহল দলের সদস্যরা চুয়াডাঙ্গার ঠাকুরপুর সীমান্তের ৮৯ নম্বর মেইন খুঁটির কাছে গুলির শব্দ শুনতে পেয়ে তাদের টহল আরও জোরদার করে। এরপর এদিন সকালে ওই সীমান্ত খুঁটির কাছে বিজিবি সদস্যরা ভারতের মালুয়াপাড়া বিএসএফ ক্যাম্প কমান্ডেন্টের গাড়িসহ একটি অ্যাম্বুলেন্স দেখতে পান। তার কিছুক্ষণপর বিএসএফ সদস্যরা ভারতের অভ্যন্তর থেকে মোবাইল ফোনে গুলিতে নিহত যুবকের ছবি তুলে সেটি বিজিবির কাছে পাঠায়। বিজিবি ওই ছবি ঠাকুরপুর গ্রামবাসীদের দেখালে নিহত ওমিদুলের বাবা সেটা তার ছেলে বলে নিশ্চিত করে।

বিজ্ঞাপন

ছবি বিজিবির কাছে পাঠিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা জানায়, নিহত ব্যক্তি অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে বিএসএফ সদস্যদের চ্যালেঞ্জ করে। ওই সময় বিএসএফ গুলি ছুড়লে সে নিহত হয়।

এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে বিএসএফ মালুয়াপাড়া বরাবর প্রতিবাদ পত্র ও পতাকা বৈঠকের জন্য আহবান জানানো হয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে ওমিদুলের লাশ ফেরত পাওয়া যাবে বলে বিজিবির ব্যাটালিয়ন পরিচালক জানান।

তিনি আরো বলেন, নিহত ওমিদুলের বাবা বলেছে যে, তার ছেলে রাজমিস্ত্রীর সহযোগী হয়ে কাজ করে জীবিকা নির্বাহ করতো। কাদের প্ররোচনায় পড়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছিল তা তার জানা নেই।

বিজ্ঞাপন

এ সংবাদ লেখা পর্যন্ত পতাকা বৈঠকের বিষয়ে বিএসএফ এর পক্ষ থেকে কোনো সাড়া পায়নি বিজিবি। তবে, আশা করা হচ্ছে যে কোনো সময় পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ ওমিদুললের লাশ ফেরত দিতে পারে।

টপ নিউজ বিএসএফ সীমান্তে হত্যা

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর