বিএনপির নেতা কে তা পরিষ্কার নয়: জাপা চেয়ারম্যান
১৭ অক্টোবর ২০২০ ২১:৩৪
নারায়ণগঞ্জ: জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘আওয়ামী লীগের প্রথম বিকল্প দল বিএনপি এখন নানা সমস্যায় জর্জরিত। বিএনপির নেতা কে তা পরিস্কার নয়।’ শনিবার (১৭ অক্টোবর) নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা ও পৌরসভার জাতীয় পার্টির ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
জাপা চেয়ারম্যান বলেন, ‘আগামীতে বিএনপির নেতা কে হবে তাও পরিস্কার নয়। তাদের নেতৃত্ব অনিচ্ছার দিকে চলে যাচ্ছে। বিএনপি নিচে চলে গেছে বলে আমার ধারণা।’
তিনি আরও বলেন, ‘এরশাদের শাসনকালে নারী ধর্ষণ, নারী নির্যাতন ছিল না। শুধুমাত্র এসিডের কারণে সমস্যা হওয়ায় তিনি আইন করে মৃত্যুদণ্ড দেওয়ার পর তা বন্ধ হয়েছে।’
নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার সভাপতিত্বে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন বাবলু, ভাইস চেয়ারম্যান মাসুদ উদ্দিন চৌধুরী, জাতীয় মহিলা সংস্থার সোনারগাঁয়ের চেয়ারম্যান ডালিশা লিয়াকত, সোনারগাঁও পৌরসভার মেয়র সাদেকুর রহমানসহ স্থানীয় নেতারা।