Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা-নওগাঁয় হাস্যকর উপনির্বাচন হয়েছে: শাহাদাত


১৭ অক্টোবর ২০২০ ২০:২৮ | আপডেট: ১৭ অক্টোবর ২০২০ ২০:৩২

চট্টগ্রাম ব্যুরো: ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনে শনিবার অনুষ্ঠিত উপনির্বাচনকে ‘হাস্যকর, অগ্রহণযোগ্য ও তামাশার নির্বাচন’ বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে নগরীর জালালাবাদ ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংঠনের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

শাহাদাত বলেন, ‘দেশের মানুষের ভোটাধিকার, গণতন্ত্র ও বাকস্বাধীনতা বলতে কিছুই আর অবশিষ্ট নেই। আজ (শনিবার) ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপনির্বাচন জাতি দেখেছে। এটি একটি হাস্যকর, অগ্রহণযোগ্য ও তামাশার নির্বাচন। ভোটারবিহীন একদলীয় প্রহসনের নির্বাচন। বারবার এ ধরনের প্রহসনের নির্বাচনের মধ্য দিয়ে এটাই প্রমাণ হয়েছে, এই সরকারের অধীনে কোনো নির্বাচনই সুষ্ঠু হবে না।’

একই সভায় নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, ‘জেল-জুলুম সহ্য করতে করতে বিএনপি নেতাকর্মীদের পিঠ এখন দেওয়ালে ঠেকে গেছে। জেলের ভয় বিএনপি নেতাকর্মীরা আর পায় না। এবার প্রতিরোধ শুরু হবে। বিএনপি সরকারের পতন নিশ্চিত করে জনগণের অধিকার ফিরিয়ে দেবে।’

নগর বিএনপির জ্যেষ্ঠ্য সহসভাপতি আবু সুফিয়ান বলেন, ‘দেশে জনগণের ভোটে নির্বাচিত সরকার না থাকায় ধর্ষকদের সাহস বেড়ে গেছে। বিচারহীনতার সংস্কৃতির কারণে তারা বারবার ধর্ষণ করার সাহস পাচ্ছে। ধর্ষণের ঘটনায় যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে, তারা সবাই ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ও চিহ্নিত সন্ত্রাসী।’

জালালাবাদ ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বেলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুন আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন চাকসু ভিপি নাজিম উদ্দিন, নগর বিএনপির সহসভাপতি এস এম আবুল ফয়েজ, যুগ্ম সম্পাদক ইয়াছিন চৌধুরী লিটন ও আনোয়ার হোসেন লিপু, পরিবেশ বিষয়ক সম্পাদক ইয়াকুব চৌধুরী, বায়েজিদ থানা বিএনপির সভাপতি আবদুল্লাহ আল হারুন, সাবেক সভাপতি সৈয়দ জাকারিয়া সেলিম, সাধারণ সম্পাদক আবদুল কাদের জসিম।

বিজ্ঞাপন

উপনির্বাচন চট্টগ্রাম মহানগর বিএনপি ডা. শাহাদাত হোসেন হাস্যকর নির্বাচন

বিজ্ঞাপন

নায়ক রাজের জন্মদিন আজ
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:২১

রাজশাহীতে পতন উড়ন্ত রংপুরের
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:০৭

আরো

সম্পর্কিত খবর