সীমিত পরিসরে দুর্গাপূজা, রাত ৯টায় বন্ধ হবে মন্দির
১৭ অক্টোবর ২০২০ ১৯:০৩ | আপডেট: ১৭ অক্টোবর ২০২০ ২১:১১
ঢাকা: নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে স্বাত্বিক আচারের মাধ্যমে এবার পালিত হবে শারদীয় দুর্গাপূজা। সীমাবদ্ধ পূজার আয়োজনে হবে না কোনো উৎসব। রাজধানীতে কুমারীপূজা অনুষ্ঠিত হবে না৷ মন্দির বন্ধ হবে রাত ৯টার মধ্যে ও জনসমাগম এড়াতে মন্দির কর্তৃপক্ষ প্রসাদ বা খিচুড়ি বিতরণ থেকেও বিরত থাকবে। এছাড়া দেশে কোভিড-১৯ পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য আয়োজন করা হবে বিশেষ প্রার্থনা।
শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতারা এ কথা জানান।
অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করেন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী।
পুজা উদযাপন পরিষদের নেতারা জানান, এবার সারাদেশে মোট ৩০ হাজার ২৩১টি পূজা অনুষ্ঠিত হবে। গত বছর পূজা হয়েছিল ৩১ হাজার ৩৯১টি। এবার ১ হাজার ১৮৫টি পূজা কম হচ্ছে। কোভিড পরিস্থিতির কারণে পূজার সংখ্যা কমেছে বলে তারা মনে করেন।
সংবাদ সম্মেলনে পূজা উদযাপন পরিষদের নেতারা জানান, ১৭ সেপ্টেম্বর মহালয়ার পর দেবীপক্ষের সূচনা হলেও এ বছর আশ্বিন মাস ‘মলিন মাস’ হওয়ায় বরাবরের মতো দেবীপক্ষে দুর্গাপূজা শুরু হয়নি। এর এক মাস পাঁচ দিন পর হেমন্ত ঋতুর কার্তিকে অর্থাৎ আগামী ২২ অক্টোবর ষষ্ঠী তিথিতে দেবীর আমন্ত্রণের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা শুরু হবে।
কোভিড পরিস্থিতির কারণে এবার পূজায় উৎসবের আয়োজন থাকবে না সংবাদ সম্মেলনে জানানো হয়, এ জন্য মন্দিরে আলোকসজ্জা, বিশেষ সাজসজ্জা, মেলা, আরতি প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিহার করা হবে। ভক্তিমূলক গান ছাড়া অন্য কোনো রকম গান বাজানো যাবে না। কোনো আতশবাজি বা পটকার ব্যবহার করা যাবে না। তা ছাড়া এবার জনসমাগম পরিহার করতে মন্দির কর্তৃপক্ষ প্রসাদ বা খিচুড়ি বিতরণ থেকেও বিরত থাকবে।
রাত ৯টার পর মন্দির বন্ধ করে দেওয়া হবে জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, সন্ধ্যার মধ্যেই আরতি সম্পন্ন করে দর্শনার্থীদের মন্দিরে আসতে নিরুৎসাহিত করা হবে। আর কোনো দর্শনার্থীদের মন্দিরে প্রবেশ করতে দেওয়া হবে না। এর পাশাপাশি ভক্তরা যেন তাদের বাড়ি থেকে অঞ্জলি দিতে পারেন, সে জন্য সম্ভব হলে মন্দিরগুলোর তরফ থেকে ডিজিটাল ব্যবস্থা করা হবে।
বিজয়া দশমীর শোভাযাত্রা হবে না জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, মন্দিরে নারী ও পুরুষের জন্য আলাদা প্রবেশের ব্যবস্থা থাকবে। সামাজিক দূরত্ব মেনে, মাস্ক ব্যবহার করে ভক্তরা অঞ্জলি দিতে পারবেন। বিজয়া দশমী হবে ২৬ অক্টোবর, তবে এবার বিজয়ার শোভাযাত্রা হবে না। মন্দিরগুলো তাদের নিজ নিজ ব্যবস্থাপনায় প্রতিমা বিসর্জনের ব্যবস্থা করবে।
কুমারীপূজা হবে না জানিয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, স্বাস্থ্যবিধি মানার তাগিদ থেকেই মূলত এবার ঢাকায় কুমারীপূজা হবে না। তবে সপ্তমী তিথিতে দুপুর ১২টা এক মিনিটে সব মন্দিরে কোভিড পরিস্থিতি থেকে মুক্তি এবং সবার আরোগ্য কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। এ ছাড়া মহামারি থেকে পরিত্রাণ লাভের জন্য মন্দিরে মন্দিরে প্রার্থনা করা হবে।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত। এ সময় উপস্থিত ছিলেন পূজা উদ্যাপন পরিষদের ঢাকা মহানগর সভাপতি শৈলেন্দ্রনাথ মজুমদার, সাধারণ সম্পাদক কিশোর রঞ্জন মণ্ডল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দার, জে এল ভৌমিক, পূরবী মজুমদার ও সুভাষ বিশ্বাসসহ অনেকে।