এক যুগ পালিয়ে থাকার পর ধরা পড়লো ফাঁসির আসামি
১৭ অক্টোবর ২০২০ ১৯:০৬ | আপডেট: ১৭ অক্টোবর ২০২০ ২১:৩৬
জয়পুরহাট: জেলায় হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মন্টু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। এক যুগ পালিয়ে থাকার পর শনিবার (১৭ অক্টোবর) সকালে দিনাজপুর শহর থেকে তাকে গ্রেফতার করা হয়।
মন্টু মিয়া সদর উপজেলার ধারকী গ্রামের মুক্তার আলীর ছেলে। ২০০৮ সালে জামিনে বের হয়ে সে পালিয়ে গিয়েছিল।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০০৬ সালের ২৭ অক্টোবর বিকেলে সদর উপজেলার ধারকী প্রামাণিক পাড়ার আব্দুল মতিন জয়পুরহাট শহরে যাচ্ছিলেন। এসময় মন্টু মিয়াসহ অজ্ঞাত কয়েকজন তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। পরে মতিনের বড় ভাই আলম হোসেন বাদি হয়ে সদর থানায় ৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
এ মামলার শুনানি শেষে ২০১৭ সালে জেলা ও দায়রা জজ আদালত মন্টু মিয়াসহ ৭ জনকে মৃত্যুদণ্ড ও বাকি ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খাঁন জানান, মামলার পরপরই পুলিশ ৮ আসামিকে গ্রেফতার করলেও মন্টু মিয়া দীর্ঘদিন থেকে পলাতক ছিলেন। অবশেষে দীর্ঘ এক যুগ পর প্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে।