মহাসড়কের পাশে লাশ, পুলিশের ধারণা পায়ের রগ কেটে হত্যা
১৭ অক্টোবর ২০২০ ১৪:৩৭ | আপডেট: ১৭ অক্টোবর ২০২০ ১৬:৫৩
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পটিয়া থানা পুলিশ। ওই ব্যক্তিকে পায়ের রগ কেটে এবং শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর) সকালে চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের হরিণখাইন এলাকায় মহাসড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
পটিয়া থানার কালারপোল পুলিশ ফাঁড়ির পরিদর্শক কায়সার হামিদ সারাবাংলাকে জানান, ওই ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর। শরীরে একটি লাল রঙের শার্ট ছিল। অর্ধবিবস্ত্র অবস্থায় তার লাশটি পাওয়া গেছে। লুঙ্গি পড়েছিল লাশের পাশে। নিহতের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ পরিদর্শক কায়সার বলেন, ‘দুই পায়ের গোড়ালির ওপর রগ কাটা অবস্থায় পাওয়া গেছে। গলায় গামছা পেঁচানো ছিল। আমাদের ধারণা, গত (শুক্রবার) রাতে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এরপর দুই পায়ের গোড়ালির ওপর রগ কেটে তার মৃত্যু নিশ্চিত করে দুর্বৃত্তরা। পরে লাশ ফেলে দেওয়া হয় মহাসড়কের পাশে। আমরা তার পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করছি।’
নিহতের লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানিয়েছেন।