Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে কলেজছাত্রীকে গণধর্ষণের অভিযোগ


১৬ অক্টোবর ২০২০ ২০:৪০

প্রতীকী ছবি

ঢাকা: গাজীপুরে এক কলেজছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গাজীপুর সদর থানায় মামলা করা হয়েছে। তাদের মধ্যে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

ভিকটিম ও তার পরিবারের লোকজন জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার আগে আগে এইচএসসি পড়ুয়া ভিকটিমকে তার এক বন্ধু নাঈম জয়দেবপুরের বাসা থেকে ফোন করে বের করে। বাসা থেকে বের হওয়ার পরই তাকে একটি অটো রিক্সায় তুলে প্রায় তিন কিলোমিটার দূরে চত্বর বাজারের কাছে নিয়ে যায়। সেখানে জঙ্গলে নিয়ে তাকে তিনজন মিলে ধর্ষণ করেন।

বিজ্ঞাপন

ধর্ষণে বাধা দিলে এ সময় তাকে শারীরিকভাবে জখম করা হয়। তার ডাক চিৎকারে স্থানীয়রা উদ্ধার করে পরে স্বজনদের কাছে তুলে দেয়। পরে রাত ১১ টার দিকে তাকে তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এ ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার অভিযুক্ত আসামিদের গ্রেফতারে জোর প্রচেষ্টা চলছে বলে গাজীপুর সদর থানা পুলিশ জানিয়েছে।

কলেজছাত্রী গণধর্ষণ গাজীপুর সদর থানা