Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিলির ২০ মণ্ডপে চলছে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি


১৬ অক্টোবর ২০২০ ১৬:০৮

দিনাজপুর (হিলি): দিনাজপুরের হিলি উপজেলায় এবার ২০টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা হবে। করোনার কারণে পূজার আমেজে ভিন্নতা থাকলেও থেমে নেই সাজসজ্জা। মণ্ডপে মণ্ডপে চলছে প্রস্তুতি। মৃৎশিল্পীরা এখন ব্যস্ত শেষ মুহূর্তের কাজ নিয়ে।

হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। প্রতিবছরই হিলি সীমান্ত এলাকা পূজায় উৎসব মুখরিত হয়ে ওঠে। দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ে সীমান্ত এলাকা পরিণত হয় দুই বাংলার মিলন মেলায়। কিন্তু করোনাকালে নিরাপদ দুরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে তেমন জমে উঠছে না দুইবাংলার মিলনমেলা। বর্ষা মৌসুমে এবার খানিকটা আগেভাগেই হিলির মণ্ডপে মণ্ডপে প্রতিমা তৈরির কাজ অনেকখানি শেষ হয়েছে। আর কয়েকদিন পরেই শিল্পীর রং তুলিতে ফুটে উঠবে প্রতিমার আসল রূপ। পূজা উদযাপনের ব্যাপক প্রস্তুতি নিয়েছেন হিন্দু ধর্মাবলম্বীরা।

বিজ্ঞাপন

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, দুর্গাপূজায় শৃঙ্খলা বজায় রাখতে নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা হবে।  আশা করি, হাকিমপুর উপজেলায় এবার সুষ্ঠুভাবে পূজা অনুষ্ঠিত হবে।

দুর্গাপূজা হিলি

বিজ্ঞাপন

জাজিরা থানার ওসির মরদেহ উদ্ধার
৯ জানুয়ারি ২০২৫ ২১:৫৯

৪২২ উপজেলায় ৩০ টাকায় মিলবে চাল 
৯ জানুয়ারি ২০২৫ ২১:২৯

আরো

সম্পর্কিত খবর