যশোরে দুই তরুণকে কুপিয়ে হত্যা
১৬ অক্টোবর ২০২০ ০৯:৩২ | আপডেট: ১৬ অক্টোবর ২০২০ ১৫:১৮
যশোর: জেলার মণিরামপুরে দুই তরুণকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে মণিরামপুর উপজেলার বারপাড়া গ্রামের ফাঁকা মাঠে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- যশোর সদর উপজেলার জায়ন্তা গ্রামের মুক্তার গাজীর ছেলে বাদল (২৪) ও একই গ্রামের লোকমান হোসেনের ছেলে আবদুল আহাদ আলী (২৫)।
নিহতরা ক্যাবল অপরাটের প্রতিষ্ঠানের কর্মী হিসেবে কর্মরত ছিলেন। ধারণ করা হচ্ছে ক্যাবল ব্যবসাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
যশোরের পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় মণিরামপুর উপজেলার বারপাড়া গ্রামের ফাঁকা মাঠের মধ্যে ডিসলাইনের (ক্যাবল অপারেটর) কাজ করছিলেন বাদল ও আহাদ। অজ্ঞাত দুর্বৃত্তরা তাদের দুইজনকে অতির্কিত হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। ঘটনাস্থলেই বাদলের মৃত্যু হয়। আবদুল আহাদকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।’
তিনি আরও বলেন, ‘ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে পুলিশ কাজ করছে। মণিরামপুর থানার ওসি, ডিবি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। খুব শিগগিরই ঘটনার কারণ ও জড়িতদের চিহ্নিত করা সম্ভব হবে।’