Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা: ফ্রান্সে দৈনিক সংক্রমণ বেড়ে ৩০ হাজার


১৬ অক্টোবর ২০২০ ০৮:৩৯

ফ্রান্সে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে সর্বশেষ ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৩০ হাজার ৬২১ জন। খবর বিবিসি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ফ্রান্সের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রতিদিনের পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, বুধবার (১৪ অক্টোবর) ফ্রান্সে ২২ হাজার ৫৯১ জনের মধ্যে করোনার সংক্রমণ শনাক্ত করা হয়েছিল। তার ভিত্তিতেই, ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকোঁ শনিবার (১৭ অক্টোবর) থেকে ফ্রান্সের ৯ শহরে ১ মাসব্যাপী রাত্রিকালীন কারফিউ জারি করেন।

এদিকে, কারফিউ কার্যকর করার একদিন আগে এই রেকর্ড সংক্রমণ ফ্রান্সকে করোনা মোকাবিলায় নতুন দুশ্চিন্তায় ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পাশাপাশি, ইউরোপজুড়ে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় দেশগুলোকে কঠোর বিধি নিষেধ আরোপের আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

অন্যদিকে, ইউরোপের অন্য দেশগুলোর মধ্যে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে সর্বোচ্চ মাত্রার সতর্কতা জারি করা হয়েছে। নাগরিকদের গণটেস্ট শুরু করার পর আক্রান্তের সংখ্যা আগের রেকর্ড ছাড়িয়ে গেছে ফ্রান্স, ইতালি, পোল্যান্ড এবং জার্মানিতে।

অপরদিকে, করোনা সংক্রমণ বাড়তে থাকায় ফিল্ড হাসপাতাল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে চেক রিপাবলিক। একই সঙ্গে চেক প্রজাতন্ত্রের যে চিকিৎসকরা বিদেশে অবস্থান করছেন, তাদের অনতিবিলম্বে দেশে ফিরতে বলা হয়েছে।

এছাড়াও, পর্তুগালে একসঙ্গে পাঁচ জনের বেশি জমায়েতের ওপর সরকারি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ইউরোপ করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ কোভিড-১৯ চেক প্রজাতন্ত্র জার্মানি টপ নিউজ নভেল করোনাভাইরাস পর্তুগাল ফ্রান্স বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) যুক্তরাজ্য

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর