Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় দুলাভাই-শ্যালকের মৃত্যু


১৫ অক্টোবর ২০২০ ২২:০৩

মেহেরপুর: জেলার সদর উপজেলার আমঝুপি মাঠের মধ্যে দূরপাল্লার যাত্রীবাহী বাস ও খোয়াভাঙা যানের দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওয়াসিম মিয়া (৩৩) এবং জাফর আলী (৩৫)। আমঝুপি গ্রামের বিশ্বাস পাড়ায় বসবাস করা এই দু’জন সম্পর্কে ছিলেন দুলাভাই-শ্যালক। একই পরিবারের দু’জনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

তবে বাস চালকসহ শ্রমিক ও যাত্রী কতজন ছিলেন সে তথ্য এখনও নিশ্চিত নয় পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ইটের খোয়াভাঙা শ্রমিক হিসেবে বিভিন্ন স্থানে কাজ করতেন ওয়াসিম ও জাফর। ওই যান মেরামতের জন্য ভোরে তারা দু’জন বাড়ি থেকে যশোরের উদ্দেশে রওনা দেয়। ঘটনাস্থলে পৌঁছালে ঢাকা থেকে মেহেরপুরগামী রয়েল পরিবহনের একটি বাসের সাথে তাদের যানের মুখোমুখি ধাক্কা লাগে। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়।

অপরদিকে, ঘটনাস্থলেই খোয়া ভাঙা যানের ওয়াসিম ও জাফরের মৃত্যু হয়।

মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান বলেন, ‘নিহত দুই জনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। ক্ষতিগ্রস্ত যান উদ্ধারে কাজ চলছে।’

দুর্ঘটনা যাত্রীবাহী বাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর