Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোবাইল ব্যাংকিং সেবার চার্জ গ্রাহককে আগে জানানোর নির্দেশ


১৫ অক্টোবর ২০২০ ২১:১১ | আপডেট: ১৬ অক্টোবর ২০২০ ০০:৩৬

ঢাকা: মোবাইল ব্যাংকিংয়ের সেবার চার্জ আগেই জানানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে করে টাকা পাঠানোসহ কোন সেবার কত টাকা চার্জ তা আগেই গ্রাহককে জানাতে হবে। সে সঙ্গে যে কোনো পরিষেবা প্রদানের আগে তার ধরন, সার্ভিস চার্জের পরিমাণ এবং প্রযোজ্য ক্ষেত্রে সার্ভিস চার্জের তালিকা সম্পর্কে গ্রাহকদের নোটিশের মাধ্যমে জানাতে হবে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনটি বাংলাদেশে কার্যরত সব মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রোভাইডারের কাছে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়, যে কোনো পরিষেবা প্রদানের আগে পরিষেবার ধরন, পরিষেবার জন্য প্রযোজ্য সার্ভিস চার্জ/মাসুলের পরিমাণ এবং প্রযোজ্য ক্ষেত্রে সার্ভিস চার্জের তালিকা এবং Frequently Asked Question (FAQ) প্রস্তুত করে সে সম্পর্কে গ্রাহকদের যথাযথভাবে অবহিত করতে হবে। সে জন্য সংশ্লিষ্ট তথ্যাদি নিজস্ব ওয়েবসাইট এবং অ্যাপ্লিকেশনে প্রদর্শন করতে হবে।

পরিষেবার ধরন, সার্ভিস চার্জ/মাসুলের হার পরিবর্তনের ক্ষেত্রে গ্রাহকদের অগ্রিম নোটিফিকেশন পাঠানোর মাধ্যমে অবহিত করতে হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, সার্ভিস চার্জ/মাসুল হার সংক্রান্ত বিভ্রান্তি পরিহারে বিভিন্ন গণযোগাযোগ (সংবাদপত্র, পত্রিকা, রেডিও, টেলিভিশন, ইউটিউব চ্যানেল ইত্যাদি) এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক, ইনস্টাগ্রাম, লিংকডইন ইত্যাদি) প্রচার প্রচারণাসহ সব ক্ষেত্রে ভ্যাটসহ সার্ভিস চার্জ/মাসুল হার উল্লেখ করতে হবে।

গ্রাহক টপ নিউজ ব্যাংকিং চার্জ মোবাইল ব্যাংকিং

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর