Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুদীপ্ত হত্যার আসামির ওপর হামলায় ‘কিশোর গ্যাং লিডার’ গ্রেফতার


১৫ অক্টোবর ২০২০ ২০:০৪ | আপডেট: ১৫ অক্টোবর ২০২০ ২২:৫২

চট্টগ্রাম ব্যুরো: ছাত্রলীগ নেতা সুদীপ্ত বিশ্বাস হত্যা মামলায় হাজিরা দিয়ে আদালত থেকে বের হওয়ার পথে কয়েকজন আসামির ওপর হামলার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার মো. শরীফ পুলিশের তালিকাভুক্ত কিশোর গ্যাং লিডার বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে নগরীর খুলশী থানার লালখান বাজারের মতিঝর্ণা এলাকা থেকে শরীফকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন নগর পুলিশের বায়েজিদ বোস্তামি জোনের সহকারী কমিশনার পরিত্রাণ তালুকদার।

বিজ্ঞাপন

গ্রেফতার মো. শরীফ (২৮) লালখান বাজারের বাঘঘোনা সড়কের এম আর সিদ্দিক গেইট এলাকার মো. রহিমের ছেলে। এলাকায় শরীফ ডেকচি শরীফ নামে পরিচিত এবং প্রায় ৫০ জনের একটি শিশু-কিশোরদের সংঘবদ্ধ দলের ‘প্রধান নেতা’ বলে জানিয়েছেন পরিত্রাণ তালুকদার। নগরীর ইস্পাহানি মোড়ে শরীফ নামে এক যুবককে হত্যাসহ তার বিরুদ্ধে সাতটি মামলা আছে বলে জানিয়েছেন তিনি।

২০১৭ সালের ৬ অক্টোবর সকালে নগরীর সদরঘাট থানার দক্ষিণ নালাপাড়ার নিজ বাসার সামনে নগর ছাত্রলীগের সহ-সম্পাদক সুদীপ্ত বিশ্বাসকে পিটিয়ে খুন করা হয়। এ ঘটনায় তার বাবা মেঘনাথ বিশ্বাস বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় গ্রেফতার এক আসামির জবানবন্দির ভিত্তিতে গণমাধ্যমে তথ্য প্রকাশ হয়, ঘটনায় জড়িতরা সবাই নগরীর লালখান বাজার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুমের অনুসারী। ফেসবুকে লেখালেখির কারণে দিদারুল আলম মাসুমের নির্দেশে সুদীপ্তকে খুন করা হয়।

ওই মামলায় জামিনে থাকা মোক্তার আহমেদসহ ১০ জন আসামি গত ১২ অক্টোবর চট্টগ্রাম মহানগর আদালতে হাজিরা দিতে যান। নতুন আদালত ভবনের দ্বিতীয় তলায় চট্টগ্রামের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন মুরাদের আদালত থেকে বের হওয়ার পর তাদের ওপর হামলার ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

এ ঘটনায় ১৫ জনকে আসামি করে নগরীর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের হয়। গ্রেফতার শরীফ ওই মামলার এজাহারভুক্ত আসামি বলে জানিয়েছেন সহকারী পুলিশ কমিশনার পরিত্রাণ তালুকদার।

কিশোর গ্যাং লিডার টপ নিউজ মো. শরীফ সুদীপ্ত হত্যা

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর