ঢাকা উদ্যানে এক বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
১৫ অক্টোবর ২০২০ ২০:০০ | আপডেট: ১৫ অক্টোবর ২০২০ ২০:৩৩
ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর ঢাকা উদ্যান এলাকার একটি বাসা থেকে রহিমা আক্তার (২২) নামে এক গৃহিণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১১টার দিকে সংবাদ পেয়ে ঘটনাস্থল মোহাম্মদপুর ঢাকা উদ্যানের ৩ নম্বর রোড ২৪ নম্বর বাড়িতে যায় পুলিশ।
মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া জানান, মৃত রহিমা ঢাকা উদ্যানের বাসায় স্বামী জাকিরকে নিয়ে সাবলেট থাকতেন। সকাল ৯টার দিকে পাশের ভাড়াটিয়ারা রহিমার ঘরের দরজা খোলা দেখতে পান এবং রহিমাকে খাটের ওপর পড়ে থাকতে দেখেন। এ সময় রহিমার স্বামী জাকির হোসেন বাসায় ছিলেন না।
এসআই আরও জানায়, অনেক ডাকাডাকি করে রহিমার কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। তার স্বামীকেও পাওয়া যায়নি।
মৃতদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হবে। রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান এসআই গোলাম কিবরিয়া।