Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শুধুমাত্র বিনোদন চ্যানেল হিসেবে কাজ করবে ইউটিউব ও আইপি টিভি’


১৫ অক্টোবর ২০২০ ১৮:০৪

ঢাকা: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ইউটিউব চ্যালেন ও আইপি টিভিগুলো শুধুমাত্র বিনোদন চ্যানেল হিসেবে কাজ করবে। তিনি বলেন, আইপি টিভির ক্ষেত্রেও অন্যান্য সবকিছু করতে পারবে, কিন্তু সংবাদ পরিবেশনের কাজটি তারা আপাতত করতে পারবে না।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমদু বলেন, ‘যেসব ইউটিউব চ্যানেল বা আইপি টিভি আছে সেগুলোকেও নিবন্ধনের জন্য আমরা দরখাস্ত আহবান করেছি। সেগুলো তদন্তের কাজ চলছে। প্রাথমিক তদন্ত শেষ হওয়ার পর সেগুলো নিবন্ধনের কাজ শুরু করব। এজন্য আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আইপি টিভিগুলো শুধুমাত্র এন্টারটেইনমেন্ট চ্যানেল হিসেবে কাজ করবে। সুতরাং সমস্ত বিষয়গুলো সাধারণ টেলভিশন চ্যানেলের মতো কাজ করার কথা নয়, এ ধরনের সিদ্ধান্ত ছিল।’

তিনি বলেন, ‘ইউটিউব ও আইপি টিভি নিয়মিত সংবাদ পরিবেশ করতে পারবে না। এমনিতেই কোনো টেলিভিশন চ্যানেল যখন অনুমতি পায় শুরুতে তাদের সংবাদ পরিবেশনের অনুমতি দেওয়া হয় না। সেজন্য তাদের কিছু প্যারামিটার পূরণ করতে হয়, আবার দরখাস্ত করতে হয়। তারপর তারা সংবাদ প্রকাশের অনুমতি পায়। সুতরাং আইপি টিভির ক্ষেত্রেও অন্যান্য সবকিছু করতে পারবে, কিন্তু সংবাদ পরিবেশনের কাজটি তারা আপাতত করতে পারবে না। এটি আমাদের মন্ত্রণালয়ের নিয়ম, আন্তঃমন্ত্রণালয় বৈঠকের সিদ্ধান্ত।

উল্লেখ্য, অনেক ইউটিউব চ্যালেন ও আইপি টিভি আছে যারা বিনোদনমুলক অনুষ্ঠানের পাশাপাশি খবরও প্রচার করে থাকেন। তবে মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে তারা আর খবর প্রচার করতে পারবে না।

বিজ্ঞাপন

অনলাইন নিবন্ধন বিষয়টি কোন পর্যায়ে রয়েছে জানতে চাইলে ড. হাছান মাহমুদ বলেন, ‘অনলাইন নিবন্ধনের কাজ হচ্ছে। ইতোমধ্যে অনেকগুলো অনলাইন নিউজ পোর্টালকে নিবন্ধন দেওয়া হয়েছে। বাকিগুলো শিগগিরই দেওয়া হবে। যেহেতু কয়েক হাজার অনলাইন, ফলে নিবন্ধন প্রক্রিয়ায় কয়েক মাস লেগে যাবে। কারণ তদন্ত সংস্থার তদন্ত রিপোর্ট দেওয়ার পরই আমরা নিবন্ধন দিতে পারছি। তার আগে দিতে পারছি না। সে কারণে আমাদের একটু সময় লাগছে। তবে এ বছরের মধ্যে শেষ করতে পারব।’

তথ্যমন্ত্রী বলেন, ‘অনলাইন নিবন্ধন এবছরের মধ্যে শেষ করব- তার মানে পরে আর দেওয়া হবে না, তা কিন্তু নয়। কারণ অনলাইন ভবিষ্যতেও প্রকাশিত হবে। ভবিষ্যতে এই নিবন্ধনের কাজটি শেষ পর্যায়ে নিয়ে যেতে পারব। তখন আমরা অনলাইন খোলার ক্ষেত্রেও অনুমতির বিষয়টি সংযুক্তি করব।’

আইপি টিভি ইউটিউব চ্যানেল বিনোদন চ্যানেল সংবাদ

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর