Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডোবায় ভাসছিলো মা-মেয়ের লাশ, ডুবে ছিল ছেলে


১৫ অক্টোবর ২০২০ ১৭:৩৯ | আপডেট: ১৫ অক্টোবর ২০২০ ২১:৪৩

ঠাকুরগাঁও: জেলার রাণীশংকৈল উপজেলার শিয়ালডাঙ্গী গ্রামের একটি ডোবায় ভাসছিলো মা ও তার ১০ বছরের মেয়ে আকলিমা আক্তারের মরদেহ। স্থানীয় তাদের উদ্ধার করার সময় পানির নিচে খুঁজে পান আরেক সন্তান আরাফাত হোসেনেরও (৫) লাশ।

একই পরিবারের মা-মেয়ে ও ছেলেসহ ৩ জনের মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে যায় রাণীশংকৈল থানা পুলিশ। ধর্মগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে উপজেলার ধর্মগড় ইউনিয়নের ভরনিয়া শিয়ালডাঙ্গী গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার ধর্মগড় ইউনিয়নের আকবর আলীর স্ত্রী আরিফা বেগম (৩০), মেয়ে আকলিমা আক্তার (১০) ও ছেলে আরাফাত হোসেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, বাড়ির পাশের একটি ডোবায় নিহতদের লাশ ভাসতেছিল, তা দেখে স্থানীয়রা তাদের তুলতে যান। এ সময় পানিতে ডুবে থাকা আরাফাতের সন্ধান পান। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করে।

আরিফার স্বামী আকবর আলী জানান, বুধবার রাতে স্ত্রী আরিদার সাথে ভ্যান কেনার বিষয়ে ঋণের টাকা তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। ভোররাতে আকবর ঘুম থেকে উঠে দেখেন তার স্ত্রী ও দুই সন্তান ঘরে নেই। বাড়িতে না পেয়ে আকবর সকালে ভরনিয়া পূর্বপাড়ায় তার শ্বশুরবাড়িতে খোঁজ নেন। কিন্তু সেখানে না পেয়ে তিনি বাড়িতে ফিরে ডোবায় স্ত্রী ও সন্তানদের লাশ ভাসতে দেখেন।

সহকারী পুলিশ সুপার (রাণীশংকৈল সার্কেল) তোফাজ্জল হোসেন বলেন, নিহতদের লাশ বাড়ির পাশের একটি ডোবা থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ সময় নিহতদের মুখে বিষক্রিয়ার লক্ষণ দেখা গেছে। তবে আরিফার পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ দাখিল হয়নি। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

টপ নিউজ ডোবায় ভাসছিলো মরদেহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর