Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কটূক্তির অভিযোগে পুলিশের মামলায় যুবকের ৭ বছর কারাদণ্ড


১৫ অক্টোবর ২০২০ ১৭:২২

ঢাকা: ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির করার অভিযোগে সুজন দে নামে এক দর্জিকে ৭ বছরের কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেন এ রায় ঘোষণা করেন। পাশাপাশি তাকে একহাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে তাকে আরও এক মাস কারাভোগ করতে হবে।

সংশ্লিষ্ট্র ট্রাইব্যুনালের পেশকার শামিম আল মামুন বিষয়টি সাংবাদিকদের জানান।

অভিযোগ থেকে জানা যায়, আসামি সুজন দে পিরোজপুর জেলায় টেইলার্সের দোকানে দর্জির কাজ করতেন। ২০১৭ সালের ২০ মে সুজন দে নিজের ফেসবুক আইডিতে হযরত মুহাম্মদ (সা.) ও ইসলাম ধর্মকে নিয়ে ‘কটূক্তি’ করে স্ট্যাটাস দেন। যা রাঙ্গামাটি জেলার লংগদু থানার উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিনের অনুভূতিতে আঘাত হানে।

ওই ঘটনায় এসআই সালাউদ্দিন সেলিম মামলাটি দায়ের করেন। ২০১৭ সালের ৩০ আগস্ট সুজন দে’র বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ। এরপর ২৬ অক্টোবর আসামির বিরুদ্ধে চার্জগঠন করে ট্রাইব্যুনাল।

৭ বছরের কারাদণ্ড ট্রাইব্যুনাল ডিজিটাল নিরাপত্তা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর