Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দফায় দফায় বন্যার কারণে বেড়েছে আলুর দাম: কৃষিমন্ত্রী


১৫ অক্টোবর ২০২০ ১৭:০৫

ঢাকা: কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, এবার দফায় দফায় বন্যার কারণে সবজির ব্যাপক ক্ষতি হওয়ায় বাজারে আলুর দাম বেড়েছে। এছাড়া ব্যাবসায়ীরা নৈতিকতার বাইরে গিয়ে আলুতে অধিক মুনাফা করছে। তবে সরকার আলুর দাম নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব খাদ্য দিবস ২০২০ ও কৃষির সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

কৃষিমন্ত্রী ড. রাজ্জাক বলেন, ‘আমার মনে হয় আর ২০ থেকে ২৫ দিন এই সবজির দাম একটু বেশি থাকবে। তারপর নতুন সবজি এসে যাবে। তখন দাম কমে আসবে।’

তিনি বলেন, ‘ব্যবসায়ীরা আলু কিনেছে ১৭ থেকে ১৮ টাকা দরে। কিন্তু এটা তাদেরকে ৪৫-৫০ টাকা করে কেন বিক্রি করতে হবে? এই হলো তাদের লাভ করার প্রবণতা। নূন্যতম একটা নৈতিকতা তাদের মধ্যে কাজ করে না। এক কেজি আলুতে ২০ টাকা লাভ করা কি সহজ কথা। বর্তমান চাহিদায় সে সুযোগ তারা নিচ্ছে।’

দাম নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা নিয়ন্ত্রণ করা খুব কঠিন। আইন শৃঙ্খখলা বাহিনী এবং প্রশাসন চেষ্টা করে। তবে বাস্তবে এটা করা যায় না। বাজারে চাহিদা এবং তাদের (ব্যবসায়ী) নানান কারসাজির কাছে এটা করা খুব কঠিন একটা কাজ। তবে আমরা চেষ্টা করছি। আমরা নীরব দর্শকের ভুমিকা পালন করছি না।’

উল্লেখ্য, গত কয়েক দিন ধরে বাজারে কেজিপ্রতি আলু বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়। পাশাপাশি বৃদ্ধি পেয়েছে অন্যান্য সবজির দামও। এতে দরিদ্র, নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্তের বাজার করতে হিমশিম খেতে হচ্ছে। এ পরিস্থিতিতে কৃষি বিপণন অধিদফতর তিন পর্যায়ে এই দাম নির্ধারণ করে দিয়ে তা বাস্তবায়ন করতে দেশের সব জেলা প্রশাসককে চিঠি দিয়েছে।

বিজ্ঞাপন

চিঠিতে জানানো হয়েছে, এখন থেকে আলু কেজিপ্রতি খুচরা পর্যায়ে ৩০ টাকা ও পাইকারিতে ২৫ ও হিমাগার থেকে ২৩ টাকায় বিক্রি করা যাবে। এই দামে আলু বিক্রি না করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ভোক্তা অধিকার কর্তৃপক্ষের পক্ষ থেকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

আলুর দাম কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক দফায় দফায় বন্যা বেড়েছে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর