Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে সাবেক পুলিশ কর্মকর্তার ছেলেকে ছুরিকাঘাতে খুন


১৫ অক্টোবর ২০২০ ১৪:৪২

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে এক ব্যক্তির লাশ উদ্ধারের পর তাকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ওই ব্যক্তি একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার ছেলে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বুধবার (১৪ অক্টোবর) রাত দেড়টার দিকে নগরীর হালিশহর আবাসিক এলাকার এ-ব্লকে আর্টিলারি সেন্টারের সামনে একটি খালপাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মৃত মিজানুর রহমান লিটন (৫২) হালিশহর থানার রহমানবাগ আবাসিক এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এম এ লতিফের ছেলে।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম সারাবাংলাকে জানান, এম এ লতিফের সাত ছেলের মধ্যে মিজানুর রহমান লিটন সবার বড়। তিনি আগে হার্ডওয়্যারের ব্যবসা করলেও সর্বশেষ জমি বিক্রির মধ্যস্থতা করতেন। হালিশহর আবাসিক এলাকার বি-ব্লকে পরিবার নিয়ে তিনি বসবাস করেন।

‘গত (বুধবার) রাত ১টার দিকে আমরা খবর পাই যে, এ-ব্লকের খালপাড়ে একটি লাশ পড়ে আছে। আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি। তার শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাতের চিহ্ন আছে। ধারণা করছি, রাতেই খুন করে লাশ সেখানে ফেলে যাওয়া হয়েছে। তবে কারা এই হত্যাকাণ্ডে জড়িত সেটি এখনও চিহ্নিত করতে পারিনি। সম্ভবত ব্যবসা সংক্রান্ত বিরোধের জেরে তাকে খুন করা হয়েছে’-বলেন ওসি।

এদিকে মিজানুর রহমান লিটনের লাশ তার বাড়ি রহমানবাগ আবাসিক এলাকায় বৃহস্পতিবার সকালে পৌঁছানোর পর সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওসি রফিকুল জানান, মিজানুরের ছোট ভাই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। লাশ এলাকায় পৌঁছার পর ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ করেছেন।

বিজ্ঞাপন

ছুরিকাঘাতে হত্যা পুলিশ কর্মকর্তার ছেলে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর