Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস আজ


১৫ অক্টোবর ২০২০ ০৯:০১ | আপডেট: ১৫ অক্টোবর ২০২০ ১২:৫৬

বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস আজ। সাদাছড়ি বহনকারী দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিকে নিরাপদে পথ চলতে সাহায্য করার উদ্দেশ্যে সচেতনতা গড়ে তুলতে প্রতিবছর ১৫ অক্টোবর বিশ্ব সাদাছড়ি দিবস পালিত হয়।

এবারের সাদাছড়ি দিবসের স্লোগান হিসেবে ঠিক করা হয়েছে ‘অন্ধদের জন্য সড়কপথে নিরাপদ চলাচলের ব্যবস্থা নিশ্চিত করুন।’ বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও এই দিবসটি পালিত হচ্ছে।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের সুবর্ণ ভবন মিলনায়তনে আলোচনা সভা, দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান ও স্মার্ট হোয়াইটক্যান বিতরণ করা হবে। এতে প্রধান অতিথি থাকবেন সমাজকল্যাণমন্ত্রী নূরুজ্জামান আহমেদ।

দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিয়ে কাজ করা বিশ্বের বিভিন্ন সংস্থা এবং সংগঠনগুলো নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিবসটি পালন করে থাকে।
লায়নস ইন্টারন্যাশনালের হিসাবমতে, বিশ্বে ২৮ কোটি ৫০ লাখ মানুষ পুরোপুরি ও আংশিকভাবে চোখে দেখে না। এসব দৃষ্টিপ্রতিবন্ধী মানুষ চলাচলের জন্য হাতে সাদাছড়ি ব্যবহার করে থাকে, যাতে যারা চোখে দেখে তারা যাতে তাদের চলাচলে সহযোগিতা করে। নিরাপদে সড়কে ও অন্যান্য স্থানে চলাচলের সুযোগ করে দেওয়ার প্রতীক হিসেবে সাদাছড়ির ব্যবহার হয়ে থাকে। ১৯৬৪ সালে যুক্তরাষ্ট্রে প্রথম দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য এই দিবসটি পালন শুরু হয়।

সাদাছড়ি নিরাপত্তা দিবস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর