বিমানবন্দর থানার ওসিসহ ২ পুলিশের নামে মামলা খারিজ
১৪ অক্টোবর ২০২০ ১৯:৩২ | আপডেট: ১৪ অক্টোবর ২০২০ ১৯:৪৪
ঢাকা: রাজধানীর বিমানবন্দর থানার ওসি বি. এম ফরমান আলী ও সাব ইন্সেপেক্টর মাহবুব হোসাইনের বিরুদ্ধে হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে মামলা খারিজ করেছেন আদালত।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুর কায়েশের আদালতে মামলার আবেদন জমা দেন ভিকটিমের স্ত্রী সালেহা সুলতানা সোমা।
এ সময় আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ পরে দেবেন বলে জানান। বিকেলে শুনানি শেষে আদালত মামলাটি খারিজ করে দেন।
মামলার এজাহারে বলা হয়, গত ১০ অক্টোবর বাদিনীর স্বামী শামীম হোসাইন ও জনৈক আসাদকে বিমানবন্দর থানার একটি মামলায় থানা হেফাজতে নিয়ে যায়। এরপরে ওসি. বি এম ফরমান আলী ও সাব ইন্সপেক্টর মাহবুব হোসাইনের নির্দেশে তার স্বামী শামীম ও জনৈক আসাদকে শরীরের বিভিন্ন স্থানে লাঠি দিয়ে পিটিয়ে অমানবিকভাবে স্বীকারোক্তি আদায়ের জন্য নির্যাতন করে মারাত্মকভাবে আহত করে।
বর্তমান বাদিনীর স্বামী শামীম ও জনৈক রাসেল জেলহাজতে রয়েছে।