Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেগমগঞ্জ থানার ওসি চট্টগ্রাম রেঞ্জে সংযুক্ত


১৩ অক্টোবর ২০২০ ২১:৩২ | আপডেট: ১৪ অক্টোবর ২০২০ ১৭:৪২

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ চৌধুরীকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) ওসি হারুনকে বদলির এই সিদ্ধান্ত জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) দীপক জ্যোতি খীসা।

তিনি বলেন, মঙ্গলবার সকালে ডিআইজি অফিস থেকে পাঠানো এক চিঠিতে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ চৌধুরীকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বর্তমান কর্মস্থল থেকে চট্টগ্রাম রেঞ্জ অফিসে যোগ দিতে বলা হয়েছে। আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই তা বাস্তবায়ন করতে বলা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, আজই (মঙ্গলবার) তিনি নতুন কর্মস্থলে যোগ দিতে রওনা হয়ে গেছেন।

ওসি হারুন অর রশিদ চৌধুরী চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত বেগমগঞ্জ থানা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর