Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবৈধ সম্পদ অর্জনে বাবরের মামলা ৩০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ


১৪ অক্টোবর ২০২০ ১৭:০০ | আপডেট: ১৪ অক্টোবর ২০২০ ২০:২৬

ঢাকা: বিএনপি জোট সরকারের আমলে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি লুৎফুজ্জামান বাবরের অবৈধ সম্পদ অর্জনের মামলাটি বিচারিক আদালত পরিবর্তন চেয়ে করা আবেদনটি সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট। একই সঙ্গে ৩০ দিনের মধ্যে মামলাটি নিষ্পত্তির নির্দেশ দিয়েছে আদালত।

বুধবার (১৪ অক্টোবর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেল এর ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।

বিজ্ঞাপন

আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক) ও সহকারী অ্যাটর্নি জেনারেল মাহজাবিন রাব্বানী দীপা। আবেদনকারী পক্ষে ছিলেন আইনজীবী পারভেজ হোসেন।

মামলার এজাহার ও অভিযোগে বলা হয়েছে, ৭ কোটি ৫ লাখ ৯১ হাজার ৮৯৬ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য গোপন ও মিথ্যা তথ্য দেওয়ায় দুদকের সহকারী পরিচালক মির্জা জাহিদুল আলম ২০০৮ সালের ১৩ জানুয়ারি রমনা থানায় মামলা হয়। পরে দুদকের উপ-পরিচালক রুপক কুমার সাহা তদন্ত করে ওই বছরের ১৬ জুলাই অভিযোগপত্র দাখিল করেন। মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত নং ৭ এ সাক্ষী সাবুদ শেষে এ বছরের ১ মার্চ ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় পরীক্ষা করা হয়।

আসামিপক্ষ জানায় তিনি সাফাই সাক্ষী দেবেন না, তবে লিখিত বক্তব্য দিবে বলে সময় নেন। এভাবে তিনবার তারিখ পেছায়। এরপর কারণ না থাকা শর্তে হাইকোর্ট আদালত পরিবর্তনের আবেদন করেন। কোনো যুক্তিসঙ্গত কারণ না থাকায় হাইকোর্ট আবেদনটি সরাসরি খারিজ করে দেন এবং আদেশ প্রাপ্তির ৩০ দিনের মধ্যে মামলা নিষ্পত্তির নির্দেশ দেয়।

বিজ্ঞাপন

অপরাধ গ্রেনেড হামলা মামলা টপ নিউজ বাবর বিএনপি সরকার লুৎফুজ্জামান বাবর

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর