বরিশালে ইলিশ প্রজনন অভিযান শুরু
১৪ অক্টোবর ২০২০ ১২:২২ | আপডেট: ১৪ অক্টোবর ২০২০ ১২:২৪
বরিশাল: বরিশালে প্রজনন ইলিশ সংরক্ষণ অভিযানের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে নয়টায় নগরীর কীর্তনখোলা নদী তীরবর্তী ডিসি ঘাট এলাকায় অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। উদ্বোধনী কর্মসূচিতে কীর্তনখোলা নদীতে স্পিডবোটে মহড়া চালানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, ‘আমরা দেখেছি মা ইলিশ সংরক্ষণ করলে ইলিশের উৎপাদন বাড়ে। তাই ২২ দিনের প্রজনন ইলিশ সংরক্ষণ অভিযানে নৌ-পুলিশ, কোস্ট গার্ড, র্যাব, পুলিশ, মৎস্য অফিস ও জেলা প্রশাসন যৌথভাবে নদী ও বাজারে অভিযান চালাবে। এ সময় ইলিশ ধরা, সংরক্ষণ, বিপণনের সঙ্গে কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিচার করা হবে।’
তিনি আরও বলেন, ‘ইলিশ ধরা বন্ধের দিনগুলোর জন্য মৎস্য অধিদফতর থেকে পাঠানো সহায়তা জেলেদের কাছে পৌঁছে দেয়া হয়েছে এবং এই ব্যবস্থা পর্যায়ক্রমে চলবে।’
অনুষ্ঠানে জেলা মৎস্য জেলা কর্মকর্তা আবু সাইদ বলেন, ‘আমাদের প্রজনন ইলিশ সংরক্ষণ অভিযান চলবে ৪ নভেম্বর পর্যন্ত। এসময় ইলিশ সংরক্ষণ অভিযানে দায়িত্বরত কোনো কর্মকর্তার অনিয়ম পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।