Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্গাপূজায় সারাদিনের ঘোরাঘুরিতে ভাড়া নেওয়া যাবে উবার রেন্টালস


১৩ অক্টোবর ২০২০ ১৮:০২

ঢাকা: বছর ঘুরে আবার এলো দুর্গা পূজা যা বাংলাদেশের বহুল প্রতীক্ষিত উত্সবগুলোর একটি। এই উৎসবের বিশেষত্বই হলো রঙিন সাজসজ্জা আর মুখরোচক খাবার। এসময় শপিংমলে চলে পুরোদমে কেনাকাটা। এছাড়া প্রিয়জনকে উপহার দেওয়া, বিভিন্ন মণ্ডপে দেবী দর্শন এবং পরিবার বা বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরি তো আছেই।

পূজোয় এক মণ্ডপ থেকে অন্য মণ্ডপে যেতে কিংবা পুরান ঢাকায় ঘণ্টার পর ঘণ্টা ঘুরে বেড়াতে চাইলে উবার রেন্টালস ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। একটি গাড়ি বুক করে বেশ কয়েকটি জায়গায় যাওয়ার জন্য নিরাপদ, সাশ্রয়ী ও ঝামেলামুক্ত যাতায়াত মাধ্যম হতে পারে উবার রেন্টালস। উবার রেন্টালস বুক করতে উবার অ্যাপের মেনুতে ‘রেন্টালস’-এ ক্লিক করে আপনার রাইড কনফার্ম করুন। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী কয়েকটি গন্তব্য যুক্ত করতে পারেন এবং প্রয়োজনে যেকোনো গন্তব্য বাদও দিতে পারেন। সর্বোচ্চ ১০ ঘণ্টা পর্যন্ত একটি গাড়ি রাখা যাবে।

বিজ্ঞাপন

কাছের মানুষ বা বন্ধুদের উপহার পাঠানো হলো পূজার খুশি ভাগাভাগি করে নেয়ার সবচেয়ে ভালো উপায়। উপহার পাঠাতে ব্যবহার করতে পারেন ‘উবার কানেক্ট’। যে ঠিকানায় আপনার পার্সেল পাঠাতে চান তা উবার অ্যাপের ‘হোয়ার টু’ বক্সে লিখুন এবং ‘মোটো ডেলিভারি’-তে ক্লিক করুন। আপনার দোরগোড়া থেকে উপহার পৌঁছে যাবে আপনার প্রিয়জনের কাছে।

আপনি চাইলে পরিবার বা বন্ধুদের সাথে ঘুরে আসতে পারেন ঢাকার বাইরে থেকেও। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে সাভার বা গাজীপুরে আছে অনেকগুলো রিসোর্ট। ‘উবার ইন্টারসিটি’ ব্যবহার করে ঘুরে আসতে পারেন নারায়ণগঞ্জ, সাভার কিংবা গাজীপুরে। তাই নিরাপদ ও সাশ্রয়ী যাত্রা পেতে বুক করুন উবার ইন্টারসিটি আর গাড়ি পৌঁছে যাবে আপনার দোরগোড়ায়।

বিজ্ঞাপন

উবার রেন্টালস দুর্গাপূজা

বিজ্ঞাপন

জাজিরা থানার ওসির মরদেহ উদ্ধার
৯ জানুয়ারি ২০২৫ ২১:৫৯

৪২২ উপজেলায় ৩০ টাকায় মিলবে চাল 
৯ জানুয়ারি ২০২৫ ২১:২৯

আরো

সম্পর্কিত খবর