Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অসুস্থ হয়ে হাসপাতালে রিজভী


১৩ অক্টোবর ২০২০ ১৬:০২ | আপডেট: ১৩ অক্টোবর ২০২০ ১৭:০৫

ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। পেটের পীড়ার কারণে রাজধানীর ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে তাকে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রিজভীকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী আজাদ। তিনি জানান, পেট ব্যথায় ভুগছিলেন তিনি। ব্যথা তীব্র হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, অসুস্থ রিজভীকে দেখতে ল্যাবএইড হাসপাতালে গিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি রিজভীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। এসময় তার সঙ্গে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আমানউল্লাহ আমান, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ অন্যরা।

পেটের পীড়ায় অবশ্য রিজভী ভুগছেন দীর্ঘদিন ধরে। এর আগে গত এপ্রিলেও তীব্র পেট ব্যথা ও বমিতে আক্রান্ত হয়েছিলেন তিনি। ওই সময় অবশ্য তাকে বাসাতেই বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও রিজভীর ব্যক্তিগত চিকিৎসক ডা. রফিকুল ইসলামের অধীনে চিকিৎসা দেওয়া হচ্ছিল।

ডা. রফিকুল ইসলাম ওই সময় সারাবাংলাকে জানিয়েছিলেন, ১৯৮৪ সালে স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় রুহুল কবির রিজভীর পেটে গুলি লেগেছিল। তার পর তিনি আমেরিকা গিয়ে অপারেশন করিয়ে এসেছিলেন। এ ধরনের অপারেশনের পর সাধারণত পেটের নাড়ি-ভুঁড়িতে সমস্যা দেখা দেয়। মেডিকেলের পরিভাষায় এটাকে ‘সাব অ্যাকিউট ইনটেস্টিনাল অবসট্রাকশন’ (Sub Acute intestinal obstruction) বলে। সেটিতেই দীর্ঘ দিন ধরে ভুগছেন রিজভী।

অসুস্থ টপ নিউজ রুহুল কবির রিজভী ল্যাবএইড হাসপাতাল হাসপাতালে ভর্তি

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর