সিলেটে পুলিশ হেফাজতে মৃত্যু: স্বাধীন তদন্ত চেয়ে হাইকোর্টে আবেদন
১৩ অক্টোবর ২০২০ ১৩:৩৯ | আপডেট: ১৩ অক্টোবর ২০২০ ১৫:৪৫
ঢাকা: সিলেটে পুলিশ হেফাজতে রায়হান নামে একজনের মৃত্যুর ঘটনার স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) জনস্বার্থে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন আইনজীবী সৈয়দ ফজলে এলাহী রিটটি দায়ের করেন।
বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহি উদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চে রিটটির শুনানি হবে বলে জানিয়েছেন এ আইনজীবী।
রিটে স্বরাষ্ট্র সচিব,পুলিশ মহাপরিদর্শক,সিলেটের পুলিশ কমিশনার,সিলেটের ডিসি-এসপিসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে। বিভিন্ন পত্রিকায় এ সংক্রান্ত প্রতিবেদন সংযুক্ত করে রিট আবেদন করা হয়।
পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সিলেটে পুলিশ হেফাজতে রায়হানের মৃত্যুর ঘটনায় নির্যাতনের বিষয়ে প্রাথমিক সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। নগরীর বন্দরবাজার ফাঁড়ি ইনচার্জ আকবর হোসেনের নেতৃত্বে এ নির্যাতন চালানো হয়।
ইনচার্জসহ ৭ পুলিশ সদস্যকে জিজ্ঞাসাবাদে এমন তথ্য মিলেছে। এ ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। আকবরসহ ৪ পুলিশকে সাময়িক বরখাস্ত এবং ৩ জনকে প্রত্যাহার করা হয়েছে। রায়হানের মৃত্যুর ঘটনা তদন্তে এসএমপির উপকমিশনার (ডিসি-উত্তর) আজবাহার আলী শেখের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়।
টপ নিউজ পুলিশ হেফাজত পুলিশ হেফাজতে মৃত্যু রিট দায়ের হাইকোর্ট