নার্স আরজিনার পাশে ওসমানী মেডিকেল কলেজ নার্সেস অ্যাসোসিয়েশন
১৩ অক্টোবর ২০২০ ০০:৫২
ঢাকা: ব্লাড ক্যানসারে আক্রান্ত সিনিয়র স্টাফ নার্স আরজিনা বেগমের চিকিৎসা সহযোগিতায় এগিয়ে এসেছেন তার সহকর্মীরা। বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার নেতাকর্মীরা নিজেদের উদ্যোগে এক লাখ টাকা সংগ্রহ করেছেন। সেই অর্থের একটি চেক তুলে দিয়েছেন আরজিনার হাতে।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন কার্যালয়ে আরজিনাকে এক লাখ টাকার চেকটি হস্তান্তর করেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার নার্সেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নার্স নেতারা।
ব্লাড ক্যানসারে আক্রান্ত আরজিনা ঢাকা মেডিকেল হাসপাতালে কর্মরত। গত দুই মাস আগে তিনি ব্লাড ক্যানসারে আক্রান্ত হন। তখন থেকেই তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের (মিটফোর্ড) অধ্যাপক ডা. সিরাজুল ইসলামের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।
আরজিনা জানান, এ পর্যন্ত তাকে ৫০টি কেমো দেওয়া হয়েছে। এতে তার অনেক টাকা খরচ হয়েছে। আরও অনেক টাকার প্রয়োজন। সহকর্মীরা তার পাশে দাঁড়ানোয় তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান তিনি।
আরজিনা বলেন, এখন মোটামুটি সুস্থ থাকলেও প্রতিনিয়ত ওষুধের ওপরে থাকতে হয়। আমার আরও কেমো লাগবে বলে চিকিৎসকরা জানিয়েছেন। এ অবস্থায় আমাদের পাশে যারা দাঁড়ালেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ভাষা নেই।
আরজিনার হাতে চেক তুলে দেওয়ার সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) কেন্দ্রীয় কমিটির সভাপতি ইশমত আরা পারভীন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি মোহাম্মদ কামাল হোসেন পাটোয়ারী, সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান জুয়েল, বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটির সভাপতি নাসিমুল হক ইমরান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাবুসহ অন্যরা।
নার্স আরজিনা নার্সেস অ্যাসোসিয়েশন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল