Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্রকে বাসায় নিয়ে যৌন নির্যাতন, মাদরাসা শিক্ষক গ্রেফতার


১২ অক্টোবর ২০২০ ২১:৩৩

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের পটিয়া উপজেলায় মাদরাসার কিশোর বয়সী এক ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে আরেক মাদরাসার শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১২ অক্টোবর) সকালে স্থানীয় জনতা পটিয়া পৌরসদরে মাদরাসা সংলগ্ন বাসায় গিয়ে ওই শিক্ষককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

অভিযুক্ত কামরুল ইসলাম (২৮) পটিয়া পৌরসদরের এক নম্বর ওয়ার্ডের আল্লাই মোহাম্মদীয়া মাদরাসার শিক্ষক। তার বাড়ি পিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলায়।

ঘটনার শিকার ১৩ বছরের কিশোর পটিয়া উপজেলার শাহচাঁন্দ আউলিয়া কামিল মাদরাসার হেফজ বিভাগের ছাত্র বলে পুলিশ জানিয়েছে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন সারাবাংলাকে বলেন, ‘রোববার রাত ৮টার দিকে ওই কিশোর পটিয়া স্টেশন রোড থেকে আমির ভাণ্ডার এলাকায় নিজ বাড়িতে যাচ্ছিল। পথে একা পেয়ে কামরুল তাকে ফুসলিয়ে নিজ বাসায় নিয়ে যায়। সেখানে তাকে বলাৎকার করে ছেড়ে দেয়। দোকান থেকে পিঁয়াজু কিনে দিয়ে এই ঘটনা কাউকে না জানানোর জন্য বলেন কামরুল। ছেলেটি বাসায় গিয়ে তার মাকে ঘটনা খুলে বলে। আজ (সোমবার) সকালে তারা বাবা-মা ছেলেকে নিয়ে ওই শিক্ষকের বাসায় যান। স্থানীয় লোকজনের কাছে অভিযোগ করলে তারা শিক্ষককে ভেতরে রেখে বাসায় তালা দিয়ে পুলিশকে খবর দেয়। আমরা গিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসি।’

অভিযুক্ত কামরুলের বিরুদ্ধে আক্রান্ত কিশোরের বাবা বাদি হয়ে পটিয়া থানায় মামলা করেছেন। মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হবে বলে জানিয়েছেন ওসি।

টপ নিউজ মাদরাসা ছাত্রকে ধর্ষণ মাদরাসা শিক্ষক গ্রেফতার যৌন নির্যাতন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর